বার্সেলোনায় আসছেন ব্রাজিলিয়ান মাইয়া

ব্রাজিলিয়ান উইঙ্গার গুস্তাভো মাইয়াপ্রকৃতিগতভাবেই ব্রাজিলিয়ান ফুটবলাররা কুশলী। সে জন্য পেশাদার ফুটবল জগতে যেকোনও ক্লাবের কাছে বিশেষ করে ইউরোপের বড় ক্লাবগুলোর কাছে ব্রাজিলিয়ান ফুটবলারদের বিশাল চাহিদা। এই মুহূর্তে বার্সেলোনার মাঝমাঠে অন্যতম ভরসার নাম আর্থুর মেলো। বার্সেলোনা নিয়ে আসছে আরেক তরুণ ব্রাজিলিয়ানকে। ১৯ বছর বয়সী এই তরুণের নাম গুস্তাভো মাইয়া, সাও পাওলোতে খেলেন দানি আলভেজ ও হুয়ানফ্রানের পাশে।

গ্লোবোএস্পোর্তডটকমের খবর অনুয়ায়ী মাইয়ার সঙ্গে ১০ লাখ ইউরোর চুক্তি করেছে বার্সেলোনা। এর বাইরে আর্থিক সত্বের ৭০ শতাংশ হিসেবে আরও ৩৫ লাখ ইউরো দিতে হবে সাও পাওলোকে। ব্রাজিলিয়ান এই সংবাদপত্রেরই খবর, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই মাইয়াকে পাঁচ বছরের জন্য সই করাবে বার্সেলোনা। করোনাভাইরাস পরিস্থিতি সেটি সময়মতো হতে দেবে কি না আলাদা প্রশ্ন। তবে মাইয়াকে কাতালান ক্লাবটির খুব মনে ধরেছে। সাও পাওলো ‘বি’ দলের হয়ে সাত ম্যাচে তিন গোল করেছেন। ব্রাজিলের গত কপিনিয়া টুর্নামেন্টের অন্যতম তারকা ছিলেন ডান পায়ের  এই দক্ষ লেফট উইঙ্গার। তাকে খুঁজে বের করেছে বার্সেলোনার স্কাউট দল।