‘পাঁচ গজের একটা পাসই দিতে পারে না সালাহ’

লিভারপুল তারকা মোহামেদ সালাহলিভারপুলের হয়ে সর্বোচ্চ ২০ গোল তার চলতি মৌসুমে। এই নিয়ে টানা তৃতীয়বার ২০ গোলের মাইলফলক ছুঁয়েছেন মোহামেদ সালাহ। তারপরও মিসরীয় ফুটবল তারকার সমালোচনা করতে ছাড়েন না অনেকে। এই যেমন লিভারপুলেরই সাবেক মিডফিল্ডার ডন হাচিনসন তার সমালোচনা করেছেন এই বলে যে সালাহর মৌলিক দক্ষতাতেই গড়বড় আছে।  মাত্র পাঁচ গজের একটা পাস তিনি ঠিকঠাক দিতে পারেন না!

৩০ বছরে প্রথম প্রিমিয়ার লিগ জয়ের দোড়গোড়ায় থাকা লিভারপুলের দুই ফরোয়ার্ড সাদিও মানে ও মোহামেদ সালাহকে ইএসপিএনে কথা বলেছে হাচিনসন। সালাহকেই তার বেশি পছন্দ। তিনি মনে করেন না মানের ট্রান্সফার ফি ১৪ কোটি পাউন্ড হওয়া উচিত, ‘মানের জন্য ১৪০ মিলিয়ন পাউন্ড আমি মানি না। কিছুতেই আমি এতে সম্মত হতে পারি না।’ সালাহকে হাচিনসনের পছন্দ তার গোল করার দক্ষতার কারণেই, কিন্তু সমস্যা হলো তার যে মৌলিক জ্ঞানই কম, ‘ তারা সমবয়সী। কিন্তু প্রতি সপ্তাহে সালাহই আমার চোখ টানে। সে যেভাবে গোল করে যাচ্ছে, বিস্ময়কর! এই কৃতিত্ব আপনি তার কাছ থেকে কেড়ে নিতে পারেন না। জাদুকরী সব কাজ করে সে, কিন্তু বেশির ভাগ মৌলিক বিষয়ে সে এত বাজে যে অবাক লাগে।’

হাচিনসন পরিষ্কার করেই বলেছেন, ‘ পাঁচ গজের একটা পাসই সে (সালাহ) দিতে পারে না। সে যেদিকেই খেলুক না কেন প্রতিপক্ষের সবাইকে নাটমেগ (দুই পায়ের ফাঁক গলিয়ে বল নেওয়া) করে এগোতে চায়।  সে যদি ডানপ্রান্ত থেকে বাঁদিকে আসতে চায় প্রতিপক্ষ খেলোয়াড়ের শরীর ভেদ করে বল দিতে চায় স্ট্রাইকারকে। এটা তো কখনও হয় না।’

হাচিনসনের ধারণা, এভাবেই সালাহকে শেখাচ্ছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। কিন্তু মৌলিক কাজটা খুব বাজেভাবে করেন সালাহ।

এরপরও লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার চান সালাহ-মানে দুজনকেই রেখে দেওয়া উচিত অলরেডদের। কিন্তু যদি একজনকে বেচে নতুন একজনকে আনতে হয়, কী বলবেন হাচিনসন? উত্তরটা সাজানোই আছে তার মুখে, সালাহকে বেচে আনতে হবে বরুসিয়া ডর্টমুন্ডের জ্যাডেন সাঞ্চোকে!