বাসা থেকে বের হচ্ছেন না গলফার সিদ্দিকুর

দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানমালয়েশিয়ার টুর্নামেন্ট শেষে গত ৫ মার্চ দেশে ফিরেছেন গলফার সিদ্দিকুর রহমান। এই মাসেই তার তিনটি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। থাইল্যান্ড ও ভারতের পর ঢাকায়ও ছিল এশিয়ান ‍ট্যুরের প্রতিযোগিতা। কিন্তু করোনাভাইরাস সব বাতিল করে দিয়েছে। এখন সিদ্দিকুর সচেতনাতার অংশ হিসেবে নিজ বাসাতেই স্বেচ্ছাবন্দি হয়ে আছেন। বাসা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তাও দিয়েছেন বাংলাদেশের একমাত্র এশিয়ান ট্যুর জেতা গলফার।

বার্তায় সিদ্দিকুর বলেছেন, ‘করোনাভাইরাসের ভয়াবহতা এখন সারাবিশ্বে। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা বেড়ে এখন ২৪-এ। তবে আমরা সচেতন হয়েই পারি আমাদের রক্ষা করতে। আমি ও আমার পরিবার গত তিনদিন যাবৎ বাসায় অবস্থান করছি। আপনাদের অনুরোধ করছি আপনারাও যার যার বাসায় অবস্থান করেন।’

তার আরও পরামর্শ, ‘প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বরে হবেন না। ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন। অপরিস্কার হাত দিয়ে নাক-মুখ কিংবা চোখ স্পর্শ করবেন না। হাঁচি-কাশি হলে অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। জনসমাগম পরিহার করুন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।’

বাংলা ট্রিবিউনকে সিদ্দিকুর বলেছেন, ‘মানুষ যেন সচেতন হয়। এজন্যই আমি ফেসবুকে বার্তা দিয়েছি। গত ৫ মার্চ ঢাকায় ফিরে কিছুটা ভয়ে ভয়ে ছিলাম। যদিও এখনও কোনও সমস্যা দেখছি না, তারপরেও আমি নিজে বাসা থেকে বের হচ্ছি না। তবে আমি সতর্ক বলতে পারেন। আর এখন তো করোনার কারণে বিশ্বের সব খেলাই স্থগিত।’