টোকিও অলিম্পিকে খেলবে না কানাডা

_111390430_gettyimages-586316636করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন সব ক্রীড়া ইভেন্টই বন্ধ। তবে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। এরই মধ্যে প্রথম দেশ হিসেবে কানাডা নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ইভেন্ট থেকে।

বেশ কিছুদিন আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছিলেন, অলিম্পিক মাঠে গড়ানো নিয়ে তারা আশাবাদী। কিন্তু সোমবার উল্টো সুরে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, অলিম্পিক স্থগিতের সম্ভাবনা অনিবার্য হয় দাঁড়িয়েছে। এর পরেই কানাডা নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

কানাডার অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি বলেছে, সংশ্লিষ্ট অ্যাথলেট, গোষ্ঠী ও কানাডার সরকারের সঙ্গে আলোচনা করেই কঠিন এই সিদ্ধান্তটি তারা নিয়েছে। তারা আন্তর্জাতিক অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আহ্বান করেছে, এক বছরের জন্য ইভেন্টটি স্থগিত রাখার জন্য।

অস্ট্রেলিয়াও বলছে, এই অবস্থায় ইভেন্টটি চলতে পারে না। দেশটি তাদের অ্যাথলেটদের ২০২১ সালের জন্য প্রস্তুতি নিতে বলেছে। গেমস শুরু হওয়ার কথা ছিল আগামী ২৪ জুলাই।