দু:সময়ে কম বেতন নিতে রাজি মেসিরা!

লিওনেল মেসি

প্রাণঘাতী করোনাভাইরাসের করাল থাবায় স্থবির পুরো বিশ্ব। ক্রীড়াঙ্গনে এটি প্রভাব ফেলেছে সবচেয়ে আগে। বন্ধ হয়ে গেছে সব প্রতিযোগিতামূলক খেলা। ফুটবল মাঠে নেই, ক্রিকেট মাঠে নেই, ইউরো ফুটবল পিছিয়ে গেছে এক বছর। ২০২০ টোকিও অলিম্পিক স্থগিত ঘোষিত হতে পারে যেকোনও সময়।

সবচেয়ে বড় আঘাতটা এসেছে বোধ হয় পেশাদার ফুটবলে। ভরা জোয়ারের সময়েই ইউরোপের লিগগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো। আর্থিক দুশ্চিন্তায় বড় বড় ক্লাবগুলো দিশেহারা।

এ কথা পুরোনো যে করোনাঘাতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়া বার্সেলোনা কর্তৃপক্ষ ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে ক্লাবটির সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ খবর, খেলোয়াড়েরা বেতন কাটার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। কিন্তু খেলা কতদিন বন্ধ থাকবে সেটি অনির্দিষ্ট, আর এটাও তাই ঠিক করা যাচ্ছে না যে খেলোয়াড়দের প্রাপ্য বেতনের কী পরিমান কাটা হবে।

বার্সেলোনা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি বেতন দেয় খেলোয়াড়দের। এক মৌসুমের জন্য অঙ্কটা ৪৩৮ মিলিয়ন অর্থাৎ ৪৩ কোটি ৮০ লাখ পাউন্ড। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বেতন সর্বোচ্চ, সাপ্তাহিক ১.১৫ মিলিয়ন  অর্থাৎ ১১ লাখ ৫০ হাজার পাউন্ড। বার্সেলোনার অন্য তিন সর্বোচ্চ বেতনভোগী সিনিয়র খেলোয়াড় লুইস সুয়ারেজ, আঁতোয়ান গ্রিজমান ও সের্হিয়ো বুসকেটস, যারা সপ্তাহে পান ৩ লাখ পাউন্ডের ওপর।

কাতালান ক্লাবটির আয়ের বড় উৎস লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ, আর এ দুটি প্রতিযোগিতাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। প্রায় ১ লাখ দর্শক ধারণক্ষমতার ন্যু ক্যাম্প স্টেডিয়ামে টিকিট বিক্রি থেকেই কাড়ি কাড়ি টাকা পায় তারা। এর ওপর তো আছে চ্যাম্পিয়নস লিগ। উয়েফা যে বার্ষিক যে ২৩৫ কোটি পাউন্ড ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেয়, সেটির একটা বড় অংশই তাদের প্রাপ্য।

গত ৭ মার্চ বার্সেলোনা শেষ ম্যাচটি খেলে বসে আছে। ওই ম্যাচে তারা কষ্টেসৃষ্টে ১-০ গোলে জিতেছে রিয়াল সোসিয়াদের বিপক্ষে। আগে বলা হয়েছিল মে মাসে শুরু হতে পারে স্থগিত থাকা লিগ। কোভিড-১৯ ভাইরাস যে ভয়াল উপস্থিতি জানান দিয়েছে স্পেনে, তাতে এমনও হতে পারে এ মৌসুমে লিগটা শেষই হলো না! আর এটা হলে সবচেয়ে বড় আর্থিক ক্ষতি হবে বার্সেলোনার।

মার্কার খবর অনুযায়ী, এমন পরিস্থিতিতেই গত বুধবার ক্লাবটির নির্বাহী বোর্ড বসেছিল জরুরি বৈঠকে। সেখানেই প্রস্তাব ওঠে ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলারদের বেতন কর্তনের। বেতন কাটলে, বলাই বাহুল্য, সবচেয়ে বড় কোপটা পড়বে মেসির ঘাড়ে।

বার্সার সর্বোচ্চ বেতনভোগী পাঁচ খেলোয়াড়ঃ-

 নাম                            সাপ্তাহিক বেতন (পাউন্ড)   

১। লিওনেল মেসি------  ১১ লাখ ৫০ হাজার

২। লুইস সুয়ারেজ------- ৪ লাখ ৪ হাজার

৩। ফ্রেঙ্কি ডি ইয়ং------ ৩ লাখ ৬০ হাজার

৪। আঁতোয়ান গ্রিজমান --- ৩ লাখ ৪৬ হাজার

৫। সের্হিয়ো বুসকেটস ---- ২ লাখ ৬০ হাজার