অভিজ্ঞতার কথা শোনালেন ‘করোনা সারভাইভার’ আর্তেতা

স্ত্রীসহ মিকেল আর্তেতা। ইংলিশ প্রিমিয়ার লিগে করোনায় প্রথম দিককার সংক্রমিতদের একজন ছিলেন তিনি। এই আতঙ্কে পরে বন্ধ করে দেওয়া হয় পুরো লিগ। নিয়মমাফিক স্বাস্থ্য সেবা নিয়ে এখন পুরোপুরি সুস্থ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

ইংল্যান্ডে গত মাসে তার করোনায় পজিটিভ হওয়ার পর পরই বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগ। তবে ১০ দিন আগে ভাইরাসে পজিটিভ হলেও সুস্থ হয়ে উঠেছেন ৩৭ বছর বয়সী কোচ। করোনা সারভাইভারদের একজন এই ব্যক্তি জানিয়েছেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ। মনে হচ্ছে আমি সংক্রমণ কাটিয়ে উঠেছি।’

এই সময়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আর্তেতা জানিয়েছেন, ‘কিছুটা ভালো বোধ করতে ৩ থেকে ৪দিন সময় নিয়েছি। তখন আরও শক্তি ফিরে পেয়েছি। এই সময়ে আস্তে আস্তে লক্ষণগুলো কাটিয়ে উঠি। এখন সত্য এটাই যে, আমি খুব ভালোবোধ করছি।’

অলিম্পিয়াকোস প্রেসিডেন্ট মারিনাকিসের সংস্পর্শে আসার পরই নিজেকে আইসোলেশনে রাখেন আর্তেতা। সেই ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সব কিছুই দ্রুত হয়ে গিয়েছিল। ওই সময় দুপুরে সেভাবে ভালোবোধ করছিলাম না। পরে চিকিৎেসকের কাছে গেলেও তিনি সেদিন ছিলেন না। এর পর বোর্ডের পরিচালকের কাছ থেকে ফোন পাই, তিনি জানান অলিম্পিয়াকোস প্রেসিডেন্ট করোনায় পজিটিভ হয়েছেন। তাই যারাই তার সংস্পর্শে ছিলেন, তারা ঝুঁকিতে রয়েছেন বলে তিনি জানান।’

‘এর পর দিন আমি পরীক্ষা করাই। তার পরেই জানতে পারি আমি করোনায় পজিটিভ। স্বাভাবিকভাবেই আমার সংস্পর্শে যারা ছিল তাদের কোয়ারেন্টাইনে যেতেই হতো। এর পরেই ম্যাচগুলো স্থগিত করে দেওয়া হয়’- বলেছেন আর্তেতা।