ম্যানসিটি মিডফিল্ডার বললেন, লিভারপুলকেই শিরোপা দেওয়া হোক

NINTCHDBPICT000565772458-e1582583585137আর দুটি জয় হলেই হতো লিভারপুলের। তাহলে ঘরে তুলতে পারতো বহু আকাঙ্ক্ষিত ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাস রেডদের সেই স্বপ্নে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। অবশ্য লিগ টেবিলের যা অবস্থা, তাতে ইয়ুর্গেন ক্লপের দলকেই শিরোপা জয়ী মানছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ইকেই গুন্ডোগান। 

করোনায় ৩০ এপ্রিল পর্যন্ত সব খেলা বন্ধ ইংল্যান্ডে। বন্ধ হওয়ার পর থেকেই সমস্বরে অনেককেই বলতে দেখা গেছে, লিভারপুলকে দেওয়া হোক শিরোপা। লিগ চালু থাকলে বিনা বাধায় সেটাই হতো। কারণ টেবিলে সবার চেয়ে ২৫ পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষেই আছে তারা। শুধু আর দুটি জয় পেলেই আনুষ্ঠানিকভাবে ৩০ বছরের শিরোপা খরা মেটাতো পারতো লিভারপুল। সব কিছু ঝুলে গেছে করোনা পরিস্থিতির কারণে।

অবশ্য ম্যানসিটির জার্মান মিডফিল্ডার গুন্ডোগান মনে করেন, মৌসুম শেষ করা না গেলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক লিভারপুলকেই, ‘ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে ন্যায্য কথাটা বলতেই হবে। আমাকে যদি বলা হয়, তাহলে বলবো অবশ্যই তাদের শিরোপা দেওয়া উচিত।’

গুন্ডোগানের কথায় যুক্তিও আছে। কারণ উয়েফার সভাপতি সেফেরিন আশঙ্কা প্রকাশ করেই বলেছেন, জুনের মধ্যে শুরু করা না গেলে মৌসুমটা আর শুরু করা যাবে না। জার্মান ব্রডকাস্টার জেডডিএফ-কে বর্তমান পরিস্থিতির দুটি দিক তুলে ধরে তিনি আরও বলেছেন, ‘অবশ্য এখন অনেক মতপার্থক্য তৈরি হয়েছে। মৌসুম বাতিল হলে ক্লাবগুলোর মধ্যে যারা ভালো করেছে, তাদের জন্য বিষয়টি ভালো হবে না। আবার যারা ভালো করতে পারেনি, তারা হয়তো অবনমন অঞ্চলে আছে। মৌসুম বাতিল হলে সেটা তাদের জন্য ভালো হবে।’

একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় বেতন কম নিতেও রাজি গুন্ডোগান। এরইমধ্যে জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড একই কাজ করেছে। গুন্ডোগান তাই এমন পদক্ষেপকে স্বাগতই জানাচ্ছেন, ‘অবশ্যই, আমার জন্য এটা কোন সমস্যা নয়। তবে ইংল্যান্ডে এখনও এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।’