কলম্বোতে ২২ দিন ধরে আটকা টিসি স্পোর্টস

টিসি স্পোর্টস টিম। এএফসি কাপে বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে হেরে শুরুটা ভালো ছিল না মালদ্বীপের টিসি স্পোর্টসের। ম্যাচের পর পরই তারা ঢাকা ছেড়েছিল। মালেতে যেতে হলে কলম্বো হয়ে যেত হতো। কিন্তু করোনাভাইরাসের লকডাউনে এখন কলম্বোতেই আটকে আছেন টিসি স্পোর্টসের খেলোয়াড়েরা।

সেখানকার স্থানীয় একটি হোটেলে বন্দী জীবন কাটছে সবার। ২২ দিন পার হলেও এখন পর্যন্ত দেশে ফিরতে পারেনি! কোভিড-১৯ এর কারণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ দুই জায়গাতেই চলছে লকডাউন। তাই তারা ইচ্ছে করলেও যেতে পারবেন না নিজ দেশে।

মালদ্বীপের স্থানীয় কোচ মোহাম্মদ নিজাম বাংলা ট্রিবিউনকে দুর্ভোগের কথা জানিয়ে বলেছেন,‘করোনার কারণে এখনও টিসি স্পোর্টসের খেলোয়াড়েরা কলম্বোর হোটেলে আছে। দুই দেশেই এখন লকডাউন চলছে। এখন তাদের দেশে ফেরাতে হলে বিশেষ বিমান ছাড়া উপায় নেই। ২২ দিন হয়ে গেলো দলটি দেশে ফিরতে পারছে না।’