যেখানে ব্যতিক্রম নারী ক্রিকেটার পান্না ঘোষ

শৃঙ্খলা বজায় রেখে ত্রাণ সহায়তা বণ্টন করছেন পান্না ঘোষ।

করোনাভাইরাসের প্রভাবে লকডাউন চলছে পুরো দেশে। এতে বেশি বিপদে পড়েছেন খেটে-খাওয়া মানুষেরা। উপার্জনের পথটিও এখন বন্ধ।  তাদের সহায়তায় ক্রীড়াঙ্গনের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরেক নারী ক্রিকেটার পান্না ঘোষ। রাজশাহীতে নিজ বাসার আশে-পাশের ২০০টি পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। 

অবশ্য বাকিদের তুলনায় একটু ভিন্ন পন্থাতেই এই ত্রাণ সহায়তা বিতরণ করেছেন তিনি। আগেই আশে-পাশে থাকা অসহায় পরিবারগুলোর একটি তালিকা তৈরি করেছিলেন। খাতায় লিখে রেখেছিলেন তাদের নাম। সেই সুবাদে তাদের হাতে টোকেনও পৌঁছে দিয়েছিলেন। যেন বণ্টনের সময় বিশৃঙ্খলা তৈরি না হয়। সেই টোকেনগুলো এক এক করে জমা নিয়েই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পান্না ঘোষ। ফলে এ সব ত্রাণ বণ্টনের সময় হুমড়ি খেয়ে পড়েনি কেউ, বজায় থেকেছে সতর্কতামূলক সামাজিক দূরত্বও।

এমন মহৎ কাজের কথা ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘এখন কার্যত লকডাউন চলছে। কেউ কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে আমরা যেনো সচেতন হই। আমাদের সবার সচেতনতা এই ভাইরাস থেকে আমাদেরকে রেহাই দিতে পারে।'