জেমি ডের মতো স্টুয়ার্ট ওয়াটকিসও এগিয়ে এলেন

বামে জেমি ডে, ডানে ওয়াটকিস। করোনার দিনগুলিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে খেটে খাওয়া মানুষগুলো। তাদের এই দুর্দিনে প্রতিদিন দুপুরে খাবার বিতরণ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই মহৎ কাজে কিছুদিন আগে শামিল হয়েছিলেন জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে। এবার তাকে অনুসরণ করলেন তারই সহকারী ও বাফুফের ভারপ্রাপ্ত টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিস।

আজ দুপুরে বাফুফে ভবনে তার দেওয়া অর্থেই ৩০০ জন অসহায় মানুষকে দুপুরের খাবার দেওয়া হয়েছে। এমন মহৎ কাজে সঙ্গী হেতে পেরে এক ধরনের তৃপ্তি কাজ করছে ওয়াটকিসের। বাংলা ট্রিবিউনকে জানালেন সেই কথা,‘আমি এই কাজটি করতে পেরে অনেক আনন্দিত। কিছুদিন আগেই জেমি ডের সঙ্গে আলোচনা করেছিলাম। কীভাবে কী করা যায়। বলতে পারেন সেই আলোচনা থেকেই এই প্রয়াস। তবে এটা বড় কিছু না।’

সহকারী কোচের এমন প্রচেষ্টায় খুশি হয়েছেন জেমি ডেও, ‘এটা খুব ভালো উদ্যোগ। এভাবে সবাই এগিয়ে আসলে সবার জন্যই ভালো হবে।’