আগের ফর্ম ফিরে পেতে দুই মাস লাগবে: রোমান সানা

রোমান সানা।এই বছর টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল। করোনাভাইরাসে তা পিছিয়ে গেছে এক বছর। এই লক্ষ্যে কিছুদিন ক্যাম্প চলেছিল রোমান সানাদের। চলমান পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে তা। মাঝে দীর্ঘ বিরতি পড়ে যাওয়ায় রোমান মনে করছেন, আবার শুরু থেকেই শুরু করতে হবে তাকে। এই অবস্থায় খুলনার বাসাতেই ‘অবসর’ কাটাচ্ছেন দেশসেরা আর্চার।

বাড়িতে থাকায় তীর-ধনুক নিয়ে অনুশীলন করা হচ্ছে না। তবে ফিটনেস ধরে রাখতে রোমান সর্বোচ্চ চেষ্টাই করছেন। নিয়মিত শরীর চর্চা করছেন। তবে লকডাউনের কারণে এক দিক দিয়ে তার সুবিধাই হয়েছে। অনেক দিন পর নিজের পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটাতে পারছেন।

সাধারণত সারাবছর সময় কাটে ঢাকার ক্যাম্পে। এবার পরিবারের সঙ্গে দীর্ঘসময় জুড়ে থাকতে পারছেন। তাই বর্তমান এই সময়টা বেশ উপভোগও করছেন রোমান সানা, ‘অনেক দিন ধরে পরিবারের সঙ্গে আছি। ভালোই লাগছে। খেলার কারণে পরিবারের সঙ্গে তো দীর্ঘমেয়াদে থাকা হয় না। বাসায় মায়ের সঙ্গে আছি, অন্যরা আছে। বেশ ভালো সময়ই কাটছে।’

পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ চলছে তার। কীভাবে অনুশীলন চলছে, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘শারীরিক অনুশীলন করে যাচ্ছি, সমস্যা হচ্ছে না। আমাদের একটা হোয়াটস অ্যাপ গ্রুপ আছে। সেখানে কোচ নানা রকম পরামর্শ দিয়ে থাকে। সেখানেই আমাদের ভাবের আদান প্রদান হয়ে থাকে।’

অবশ্য এই করোনাকালে একটু হলেও মরচে পড়ে গেছে রোমানের। তাই তিনি মনে করেন, শুরুটা আবার শূন্য থেকেই করতে হবে, ‘করোনার কারণে এখন বড় বিরতি পড়ে গেছে। করোনার পর আমাকে নতুন করে শুরু করতে হবে। তখন আমার নিজের আগের ফর্ম ফিরে পেতে অন্তত দুই মাস লাগবে।’

বাড়িতে তীর-ধনুক আনতে পারেননি। অনুশীলনেও নেই। তাই সব সময়ের সঙ্গীগুলোকে খুব মিস করছেন রোমান, ‘খুলনাতে তীর-ধনুক নিয়ে আসলে হয়তো কিছু করা যেতো, কিন্তু তা হয়নি। ফেডারেশনের পাঠিয়ে দেওয়ার কথা ছিল। দেশের পরিস্থিতি অন্যরকম হওয়াতে তা সম্ভব হয়নি। এখন আগে তো নিজের জীবন, তারপর খেলা। তবে আমি আশাবাদী।’

করোনার কারণে টোকিও অলিম্পিক পেছানোতে প্রস্তুতির ভালো সুযোগ দেখছেন রোমান। তাই এই সময়ে নিজেকে তৈরি করার লক্ষ্য তার, ‘টোকিও অলিম্পিক নির্ধারিত সময়ে শুরু হলে আমার জন্য সমস্যা হতো। এর আগে তো প্রস্তুতিমূলক কোনও প্রতিযোগিতাই খেলা হয়নি। এখন এই এক বছর নিজেকে সেভাবে তৈরি করতে হবে। যেন টোকিওতে ভালো ফল করা যায়।’