পেছালো ইউরোপিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ

photo-1559257619-ce02754770ee_570_850করোনাভাইরাসের প্রকোপে পিছিয়ে গেলো ইউরোপের আরও একটি ইভেন্ট। চলতি মে মাসে হওয়ার কথা ছিল ইউরোপিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ। চলমান পরিস্থিতিতে সেটি পেছানো হয়েছে এক বছর।

ইউরোপিয়ান সুইমিং লিগ সভাপতি পাউলো বারেল্লি জানিয়েছেন, চ্যাম্পিয়নশিপটির ভেন্যুতে কোনও পরিবর্তন আসছে না। বুদাপেস্টেই হবে, সামনের বছর সেটি অনুষ্ঠিত হবে ১০ থেকে ২৩ মে। বারেল্লি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, আগামী বছরের মে মাসে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাই সংস্থাটি নতুন করে ইভেন্টের অনুমোদন দিয়েছে।’

শুরুতে এই আগস্ট পর্যন্ত পেছানো হয়েছিল ইভেন্ট। আয়োজকেরা আশায় ছিলেন, হয়তো পরিস্থিতি এর মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু সেটি না হওয়ায় আগামী বছরের টোকিও অলিম্পিকের দু মাস আগে হবে এই চ্যাম্পিয়নশিপ। করোনার কারণে এই টোকিও অলিম্পিকও পিছিয়েছে এক বছর।