হকি খেলোয়াড়দের কল্যাণ সমিতির উপহার

96717977_311981109786001_5115253968762568704_n

হকির অনেক খেলোয়াড়ই আছেন যারা এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ করোনাভাইরাসের লকডাউনে তাদের উপার্জনের সব পথই এখন বন্ধ। কেউ কেউ বেঁচে থাকার তাগিদে পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছিলেন। অবশেষে তাদের পাশে এসে দাঁড়িয়েছে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার মওলানা হকি স্টেডিয়ামে অসহায় খেলোয়াড়দের ‘উপহার’ সামগ্রী তুলে দিয়েছেন এর কর্মকর্তারা। শুধু অসহায় বর্তমান খেলোয়াড়েরাই নন, সাবেকরাও এই উপহার পেয়েছেন।

খেলোয়াড় কল্যাণ সমতিরি উপদেষ্টা আবু সায়েম শাহীন এসব উপহার তুলে দেন। কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ টিটু বাংলা ট্রিবিউনকে এই উদ্যোগ সম্পর্কে বলেছেন, ‘আমরা আপাতত ঢাকায় থাকা অসহায় হকি খেলোয়াড়দের সাহায্য করতে পেরেছি। সব মিলিয়ে ২০০ খেলোয়াড়ের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ঢাকার বাইরের খেলোয়াড়দেরও সাহায্য করার ইচ্ছা রয়েছে।’