বিশ্বকাপ জয়ী ক্লোসা এখন সহকারী কোচ

মিরোস্লাভ ক্লোসা।খেলোয়াড় হিসেবে ইতিহাসের অংশ হয়ে আছেন জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (১৬ গোল) রেকর্ডটি তারই দখলে। খেলা ছেড়ে দিয়ে ফুটবলে কোচিং ক্যারিয়ারকে আলাদা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তাই বায়ার্ন মিউনিখে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন ৪১ বছর বয়সী সাবেক এই তারকা।

আর ৯ দিন পরই শুরু হওয়ার কথা জার্মান বুন্দেসলিগা। করোনার কারণে মধ্য মার্চ থেকে বন্ধ হয়ে আছে জার্মান লিগ। তাই লিগ শুরু হলে ক্লোসাকে তখন বায়ার্নের বেঞ্চে দেখা যাবে।
নতুন এই দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিতই দেখা গেলো তাকে, ‘সত্যিই ভালো লাগছে, আমি কাজটির জন্য মুখিয়েই ছিলাম।’
২০১৪ বিশ্বকাপ জয়ী ক্লোসা অবসরের মুহূর্ত থেকেই কোচিংয়ের দিকে ঝুঁকে ছিলেন। ২০১৬ সালে জোয়াকিম লোর অধীনে প্রশিক্ষণ নিয়েছেন জার্মানির কোচিং স্টাফের অংশ হয়ে। কোচিংয়ে ক্যারিয়ারটা পোক্ত করবেন বলেই বায়ার্নের অনূর্ধ্ব-১৭ দলে দুই মৌসুম  কাজ করেছেন। এরই ধারাবাহিকতায় এবার বড়দের দলে যোগ দিয়েছেন।

নতুন দায়িত্বে ক্লোসা আগামী ২০২১ সালের জুন পর্যন্ত কাজ করবেন। এই সময়ে তিনি বায়ার্ন হেড কোচ হানসি ফ্লিকের সহকারী হিসেবে থাকবেন।

বায়ার্নের এই হেড কোচ ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী জার্মান দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাই দুজনের সম্পর্কটা খুব উষ্ণ, সে কথাই জানিয়েছেন ক্লোসা, ‘আমরা দু’জন দুজনকেই বিশ্বাস করি। সেটা পেশাদারিত্বে হোক কিংবা ব্যক্তিগতভাবে।’