এবার মানব সেবায় ব্যাডমিন্টন

মানব সেবায় পাশে রয়েছেন ব্যাডমিন্টন খেলোয়াড়েরাও। করোনাভাইরাসে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় এবার এগিয়ে এসেছেন ব্যাডমিন্টন খেলোয়াড়েরা। বিশেষ করে মৌলভীবাজার ও সুনামগঞ্জের জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরা একজোট হয়ে কাজ করছেন। তারা ‘মানবসেবায় ব্যাডমিন্টন’ এর ব্যানারে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। কেউ কেউ আবার ত্রাণ সামগ্রীও দিচ্ছেন স্থানীয়ভাবে। এছাড়া সুনামগঞ্জের বেদে পল্লীতেও পৌঁছে দিয়েছেন সাহায্য।

অনেক দিন ধরেই ব্যতিক্রমী মানসিকতা নিয়ে চলছে তাদের এই কার্যক্রম। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন সুনামগঞ্জের খেলোয়াড় মোহাম্মদ আম্মার। এছাড়া আছেন জাবেদ ও ইদ্রিস। আরও অনেকের সহায়তাতে এমন মানবসেবমূলক কাজকর্ম করে যাচ্ছেন তারা। আগামী সপ্তাহে দুই শহরের বিভিন্ন হাসপাতালে ডাক্তার-নার্সসহ অন্যদের ইফতার-সেহরি উপহার দেওয়ার পরিকল্পনাও তাদের আছে।

উদ্যোক্তা মোহাম্মদ আম্মার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনার প্রকোপের শুরু থেকে আমরা সাধ্যমতো সহায়তা করে যাচ্ছি। এই কার্যক্রমে ইংল্যান্ড থেকে ফয়জুন নুরসহ ব্যাডমিন্টনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই সহায়তা করে যাচ্ছেন। আশা করছি, সামনের দিকেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’