তামিমের যে তথ্য ফাঁস করলেন লিটন

লাইভ আড্ডায় তামিম, লিটন, মুমিনুল ও সৌম্য। নিয়মিতই হচ্ছে তামিম ইকবালের ফেসবুক আড্ডা। শনিবারের আয়োজনে তামিমের অতিথি হয়ে এসেছিলেন মুমিনুল হক, লিটন দাস এবং সৌম্য সরকার। সেখানেই জানা গেলো, প্লে-স্টেশনে ফুটবল গেম খেলতে গিয়ে আধা ঘণ্টায় ৬ গোল হজম করেছিলেন তামিম। আর সেই গোলগুলো হজম করিয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন!

কোনও আন্তর্জাতিক সিরিজ খেলতে ক্রিকেটাররা দেশে কিংবা দেশের বাইরে গেলে তাদের মধ্যে বিভিন্ন কিছু নিয়ে প্রতিযোগিতা চলে। গেম খেলে অবসর সময়টা কাটিয়ে থাকেন। যদিও সেসবে ক্রিকেটের কিছুই থাকে না। তবে ইদানিং লিটন নাকি তামিমের সঙ্গে আর খেলতেই চান না। ঠিক কী কারণে চান না- এ তথ্য জানাতে গিয়েই ফাঁস হয়ে যায় আরও কিছু ঘটনা।

লিটনকে করা তামিমের প্রশ্নটা ছিল, ‘আমরা যখন ট্যুরে থাকি তখন প্লে স্টেশনে ফুটবল খেলি। আমাদের মধ্যে সব থেকে ভালো খেলে আফিফ। যদিও এখন আফিফ আমার কাছে পাঁচটা ছয়টা করে গোল খেয়ে হারে। তবে আমার প্রশ্ন লিটনের কাছে, সবাই আমার সঙ্গে খেলে কিন্তু তুই কখনো আমার সঙ্গে খেলিস না কেন?'

তামিমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আসল ঘটনা ফাঁস করেছেন লিটন, ‘আমি তাহলে আসল ঘটনা বলি। তামিম ভাই যখন প্রথম প্রথম আমার সঙ্গে খেলতে আসতেন, তখন আমিও জিতি, তামিম ভাইও জেতে। তবে আমি দুইটা জিতলে আর তামিম ভাই একটা জিতলে, ওটা নিয়ে কেবল খোঁটা দিতেন। এই কারণেই আমি তামিম ভাইয়ের সঙ্গে খেলতে চাই না।’

এরপর মুমিনুলকে টেনে লিটন আরও বলেন, ‘আফিফের সঙ্গে আপনার (মুমিনুল হক) যদি কখনো কথা হয় তখন জিজ্ঞাসা করবেন, আফিফ বলবে যে তামিম ভাই ৩০ মিনিটে ৬ গোল হজম করেছে। কিন্তু একদিন একটা ম্যাচ জিতেই আফিফকে খোঁটা দিতে দিতে শেষ।’

লিটনের কথা শেষ হওয়ার পর অবশ্য তামিম নিজেকে বাঁচানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন, ‘আমার সঙ্গে আফিফের চুক্তি ছিল, এই সিরিজে আমি তোকে একটা ম্যাচ হারাবো। আফিফ আমাদের মধ্যে সব থেকে ভালো খেলে। সবাইকে ১০-১৫টা করে গোল দেয়। তো আমি এক ম্যাচ জিতে আনন্দ করবো না?'