২০ আগস্টের মধ্যেই শেষ হবে সিরি আ?

iকরোনাভাইরাসের কারণে এখনও চালু করা যায়নি সিরি আ’র বন্ধ হয়ে যাওয়া লিগ। তবে মৌসুম পুনরায় চালুর উদ্দেশ্যে একটি ডেডলাইন নির্ধারণ করেছে ইতালির ফুটবল ফেডারেশন। ২০ আগস্টের মধ্যে মৌসুম শেষ করার পরিকল্পনা তাদের।

একই সঙ্গে নতুন মৌসুম শুরুরও ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। নতুন মৌসুম শুরু হবে ১ সেপ্টেম্বর।

ভাইরাসের প্রকোপে মধ্য মার্চ থেকেই বন্ধ হয়ে আছে সিরি আ। লিগে এখনও বাকি ১২ রাউন্ডের ম্যাচ। এছাড়া বাকি আছে আরও চারটি ম্যাচ। টেবিলে এক পয়েন্ট ব্যবধান রেখে সবার উপরে রয়েছে জুভেন্টাস।  

ইতালির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘লিগ পুনরায় চালুর ইচ্ছা ফুটবল ফেডারেশনের রয়েছে। তাই সিরি আ, বি ও সি’র জন্য ২০ আগস্টকে ডেডলাইন হিসেবে নির্ধারণ করা হয়েছে।’

যদি কোনও ভাবেই মৌসুম শেষ করা না যায়, সেক্ষেত্রে স্বল্পস্থায়ী বিকল্প হিসেবে প্লে অফকে ব্যবহারের কথা বলেছে দেশটির ফুটবল ফেডারেশন।