সৌম্যর নিলামের অর্থ ব্যয় হলো করোনা-আম্পান দুর্গতদের কল্যাণে

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সৌম্য সরকার। করোনা মোকাবিলায় নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সৌম্য সরকার। যেটি বিক্রি হয়েছে সাড়ে ৪ লাখ টাকায়। অবশেষে প্রাপ্ত সেই অর্থ ব্যয় হয়েছে করোনা ও ঘূর্ণিঝড় আম্পান দুর্গতদের কল্যাণে। সৌম্যর অর্থায়নে মহৎ এই কাজে সহযোগিতা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে সেই অর্থ দিয়ে খাদ্য সহায়তা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। এসময় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ওপেনার সৌম্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

২০১৯ সালে সৌম্য নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন। ৯৪ বলে সেঞ্চুরি তুলে বাংলাদেশের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডও করেছিলেন। যে ব্যাট দিয়ে তার এমন নজরকাড়া ইনিংস, সেই প্রিয় ব্যাটটিই নিলামে তুলেছেন সৌম্য। তার সেই ইনিংসটি ছিল ১৪৯ রানের।