X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গিলের সেঞ্চুরিতে বার্মিংহাম টেস্টের প্রথম দিন ভারতের

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ০০:১৪আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০০:১৪

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরিতে হেডিংলিতে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন শুবমান গিল। বার্মিংহামে আরেক সেঞ্চুরিতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার আভাস দিয়ে রাখলেন তিনি। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার অপরাজিত সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩১০ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।

টসের সময় গিল বিস্মিত করেছেন। লর্ডসের পিচ বিবেচনায় এই ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা জানান জসপ্রীত বুমরা। একাদশে আকাশ দীপ, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের অন্তর্ভুক্তিও ছিল কিঞ্চিৎ চমক। 

ইংল্যান্ড টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং নিয়ে ভালো শুরু করেছিল। ক্রিস ওকস নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে চাপে রাখেন। নবম ওভারে লোকেশ রাহুলকে (২) বোল্ড করেন তিনি। তার প্রথম পাঁচ ওভারের চারটিই ছিল মেডেন।

যশস্বী জয়সওয়াল ও করুণ নায়ার বাউন্ডারি মেরে স্বাগতিকদের ওপর উল্টো চাপ বাড়ান। এই জুটিতে প্রথম সেশন শেষ করার পথে ছিল ভারত। কিন্তু কয়েক মিনিট আগে করুণকে (৩১) ফিরিয়ে ব্রাইডন কার্স ভাঙেন ৮০ রানের জুটি। 

জয়সওয়াল ও গিলের জুটি বেশ জমে গিয়েছিল। দ্বিতীয় সেশন তারা শেষ করার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু বেন স্টোকসের চা বিরতির কিছুক্ষণ আগে জয়সওয়ালকে স্মিথের ক্যাচ বানান। ৬৬ রানের জুটি ভাঙে। ১০৭ বলে ১৩ চারে ৮৭ রান করেন ভারতীয় ওপেনার।

শেষ সেশনের শুরুতে ছোটখাটো ধসের মুখোমুখি হয় ভারত। টানা দুই ওভারে তিন রানের ব্যবধানে ঋষাভ পান্ত (২৫) ও নিতিশ (১) প্যাভিলিয়নে ফেরেন। গিলের সঙ্গে ৪৭ রানের জুটি ছিল আগের ম্যাচের জোড়া সেঞ্চুরিয়ান পান্তের।

২১১ রানে ৫ উইকেট হারানোর পর ভারত দৃঢ় ব্যাটিংয়ে দিন শেষ করে। গিল ১৯৯ বলে ১১ চারে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেন। রবীন্দ্র জাদেজার সঙ্গে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি তার। ভারতের অধিনায়ক ১১৪ ও জাদেজা ৪১ রানে অপরাজিত ছিলেন।

ইংল্যান্ডের পক্ষে দুটি উইকেট নিয়ে দিনের সেরা বোলার ওকস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল