ডোপ পরীক্ষা না দিয়ে সাময়িক নিষিদ্ধ বিশ্ব চ্যাম্পিয়ন

সালওয়া ইদ নাসেরমেয়েদের ৪০০ মিটার দৌড়ের বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসেরকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। ২০১৯ সালে দোহায় ৪৮.১8 সেকেন্ড টাইমিং করে বিশ্ব চ্যাম্পিয়ন হন ২২ বছর বয়সী এই বাহরাইনি অ্যাথলেট। ১৯৮৫ সালের পর এটি কোনও মেয়ের সেরা টাইমিং।

নাসেরের বিরুদ্ধে অভিযোগ, অ্যাথলেটিকসের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার সময় অনুযায়ী তিনি ডোপ পরীক্ষায় উপস্থিত হননি। ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের ডোপ-বিরোধী আইন অনুয়ায়ী কোনও অ্যাথলেট যদি তিনবার ডোপ পরীক্ষায় উপস্থিত হতে ব্যর্থ হন অথবা ১২ মাস সময়ের মধ্যে তার অবস্থান না জানান, তাহলে তাকে নিষিদ্ধ হতে হবে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, দুটি আইনই ভঙ্গ করেছেন নাসের। তাই দুই বছরের জন্য অ্যাথলেটিকস থেকে তিনি বহিষ্কৃত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নাসেরের জন্ম নাইজেরিয়ায়, ১৬ বছর বয়স পর্যন্ত তার অ্যাথলেটিকসে বিচরণও সেখানে। ২০১৪ সালে বাহরাইনে এসে তিনি সে দেশের নাগরিক হন। মেয়েদের ৪০০ মিটার দৌড়ে নাসেরই প্রথম এশীয় চ্যাম্পিয়ন।