হাঁটুতে চোট আগুয়েরোর, উড়ে যাচ্ছেন বার্সেলোনায়

হাঁটুতে চোট পেয়েছেন আগুয়েরো। প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে পাওয়া চোট-ই বিপদ ডেকে এনেছে সের্হিয়ো আগুয়েরোর। স্ক্যান রিপোর্টের পর দেখা গেছে, হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের।

সোমবারের ওই ম্যাচে প্রথমার্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে গেছেন আগুয়েরো। ম্যানসিটি ৫-০ গোলে জেতার পর কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, ‘ওর অবস্থা বেশি ভালো নয়।’

মঙ্গলবার সকালে পরিস্থিতি যাচাইয়ের পর দেখা গেছে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হতেই হচ্ছে। ফলে তাকে বার্সেলোনা উড়ে যেতে হবে। সেখানে ডা. র‌্যামন কুগাটকে দেখাবেন। অবশ্য সার্জারির প্রয়োজন পড়লে ম্যানসিটির অনেক খেলোয়াড়ই এই চিকিৎসকের দ্বারস্থ হয়ে থাকেন। 

টুইটারে আগুয়েরো জানিয়েছেন, ‘স্ক্যানের পর দেখা গেছে আমার বাম হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি আত্মবিশ্বাসী রয়েছি, দ্রুত ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ। যারা খোঁজ-খবর রাখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।’