২০১৮ সাল থেকে নার্সিং হোমে আছেন ৮২ বছর বয়সী বিলার্দো। তার সমর্থনে টুইট করেছে এস্তুদিয়ান্তেস, যে ক্লাবে তিনি খেলেছেন ও কোচিং করিয়েছেন। ১৯৬৮ থেকে ১৯৭০ পর্যন্ত এস্তুদিয়ান্তেসে খেলে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছেন তিনি। আর ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলকে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে শিরোপা জিতিয়ে এবং চার বছর পর ইতালিতে বিশ্বকাপ ফাইনালে তুলে আর্জেন্টিনার ফুটবলে চিরস্মরণীয় কীর্তি গড়েছেন বিলার্দো।
আর্জেন্টিনায় করোনা সংক্রমণ আছে ভালোই। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত ম্যারাডোনা-মেসির দেশে মারা গেছেন ১১৮৪ জন।