X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

পিএসএলে দল পেয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ২২:৫৪আপডেট : ১৪ মে ২০২৫, ২৩:১৪

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারকে নেওয়ার কথা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এই ফ্র্যাঞ্চাইজি। তবে সাকিব নিজেই একটি জাতীয় দৈনিককে পিএসএলে দল পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এছাড়া পেশাওয়ার জালমির হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।

লাহোরের এক কর্মকর্তা সাকিবের প্রতি আগ্রহের কথা নিশ্চিত করেছে। কিন্তু কোনও চুক্তি এখনও হয়নি বলে একটি ইংরেজি জাতীয় দৈনিককে তিনি জানিয়েছেন, ‘তাকে নিয়ে আগ্রহ আছে, কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি। আমাদের বিদেশি খেলোয়াড়দের নিয়ে সবশেষ তথ্য জানাবো, যখন সবকিছু নিশ্চিত হবে।’

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব একপ্রকার নির্বাসিত রয়েছেন। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে দেখা যায়নি তাকে। শেষবার তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন গত বছর নভেম্বরে। ওইবার আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করেছিলেন।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের পর স্থগিত পিএসএলের বাকি অংশ আগামী ১৭ মে শুরু হবে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় পাকিস্তান ছেড়ে যাওয়া অনেক বিদেশি ক্রিকেটার আর না খেলবেন না বলে জানানোয় সেই সংকট কাটাতে নতুন করে খেলোয়াড়দের সংযুক্ত করছে পিসিবি। তারই ধারাবাহিকতায় সাকিব যুক্ত হচ্ছেন এই প্রতিযোগিতায়। 

আগামী রবিবার লাহোর তাদের শেষ লিগ ম্যাচ খেলতে মাঠে নামবে। ওই ম্যাচেই দেখা যেতে পারে সাকিবকে। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি পেতে হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
সাকিব আমার কথা শুনলে এখন রাজপথে বিচরণ করতো: মেজর হাফিজ
সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়, দেশে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত: সাকিব 
সর্বশেষ খবর
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ