X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

পিএসএলে দল পেয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ২২:৫৪আপডেট : ১৪ মে ২০২৫, ২৩:১৪

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারকে নেওয়ার কথা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এই ফ্র্যাঞ্চাইজি। তবে সাকিব নিজেই একটি জাতীয় দৈনিককে পিএসএলে দল পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এছাড়া পেশাওয়ার জালমির হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।

লাহোরের এক কর্মকর্তা সাকিবের প্রতি আগ্রহের কথা নিশ্চিত করেছে। কিন্তু কোনও চুক্তি এখনও হয়নি বলে একটি ইংরেজি জাতীয় দৈনিককে তিনি জানিয়েছেন, ‘তাকে নিয়ে আগ্রহ আছে, কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি। আমাদের বিদেশি খেলোয়াড়দের নিয়ে সবশেষ তথ্য জানাবো, যখন সবকিছু নিশ্চিত হবে।’

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব একপ্রকার নির্বাসিত রয়েছেন। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে দেখা যায়নি তাকে। শেষবার তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন গত বছর নভেম্বরে। ওইবার আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করেছিলেন।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের পর স্থগিত পিএসএলের বাকি অংশ আগামী ১৭ মে শুরু হবে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় পাকিস্তান ছেড়ে যাওয়া অনেক বিদেশি ক্রিকেটার আর না খেলবেন না বলে জানানোয় সেই সংকট কাটাতে নতুন করে খেলোয়াড়দের সংযুক্ত করছে পিসিবি। তারই ধারাবাহিকতায় সাকিব যুক্ত হচ্ছেন এই প্রতিযোগিতায়। 

আগামী রবিবার লাহোর তাদের শেষ লিগ ম্যাচ খেলতে মাঠে নামবে। ওই ম্যাচেই দেখা যেতে পারে সাকিবকে। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি পেতে হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
তামিমের সঙ্গে বন্ধুত্ব নিয়ে যা বললেন সাকিব
গ্লোবাল সুপার লিগে সাকিবকে নিলো দুবাই ক্যাপিটালস
দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে স্কোয়াডে রাখেনি রংপুর
সর্বশেষ খবর
সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের শ্রদ্ধা পুনরুদ্ধারের এটাই সময়: সিইসি
সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের শ্রদ্ধা পুনরুদ্ধারের এটাই সময়: সিইসি
করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় আরও একজনের মৃত্যু
গোলামি থেকে মুক্তি পেয়েছি, আগামীতে আমরা আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো: নাহিদ ইসলাম
গোলামি থেকে মুক্তি পেয়েছি, আগামীতে আমরা আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো: নাহিদ ইসলাম
সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত
সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
অকার্যকর মুক্তিযোদ্ধা সংগঠনের নিবন্ধন বাতিলের উদ্যোগ নেবে মন্ত্রণালয়
অকার্যকর মুক্তিযোদ্ধা সংগঠনের নিবন্ধন বাতিলের উদ্যোগ নেবে মন্ত্রণালয়