বছর দুয়েক হলো রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি দিয়েছেন রোনালদো। স্পেনে থাকাকালীন মেসি ও তার ব্যক্তিগত দ্বৈরথ ছিল ফুটবলপ্রেমীদের বাড়তি আকর্ষণ। তিনি চলে গেলেও মেসি শৈশবের ক্লাব বার্সেলোনাতেই আছেন। তবে বোর্ড ও দল নিয়ে ‘অসন্তুষ্ট’ আর্জেন্টাইন অধিনায়ক নাকি আর থাকতে চাইছেন না ন্যু ক্যাম্পে। ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষে তিনি বার্সেলোনা ছেড়ে যেতে পারেন বলে গুঞ্জন স্প্যানিশ মিডিয়ায়।
ন্যু ক্যাম্প ছাড়লে মেসির নতুন ঠিকানা কী হবে পারে। রিভালদোর মতে, ম্যানচেস্টার সিটিতে সাবেক কোচ পেপ গার্দিওয়া কিংবা জুভেন্টাসে রোনালদোর সঙ্গে জুটি বাঁধতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির ম্যান সিটিতে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য, ‘মেসির (বার্সেলোনার) চুক্তি যখন শেষ হবে, তখন তার বয়স হবে ৩৪। তবে সে ক্লাসের খেলোয়াড়, তাতে করে সহজেই প্রিমিয়ার লিগে খেলতে পারবে। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওয়ার সঙ্গে পুনর্মিলন হতে পারে তার, বার্সায় কোচ ও খেলোয়াড় হিসেবে তাদের জুটিটা ছিল অসাধারণ।’
রিভালদো আরেকটি সম্ভাবনা দেখছেন- মেসি-রোনালদো জুটি। এটা একটু কঠিন ব্যাপারই। তবে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্যের যুক্তি, ‘চারদিকে যে গুঞ্জন চলছে, তাতে আমি বিশ্বাস করি কিছু এজেন্ট এরই মধ্যে জুভেন্টাসে মেসি-রোনালদো জুটির স্বপ্ন দেখছেন। যদি এটা ঘটে, তাহলে বিশ্বের জন্য হবে এটা বোমা ফাটানো ব্যাপার। তাদের দুজনকে একসঙ্গে দেখা হবে ঐতিহাসিক ঘটনা। আমি নিশ্চিত জুভেন্টাসের স্পন্সররা এ ব্যাপারে খুশি মনে সাহায্য করবে। মেসির ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্ভব।’