দক্ষিণ কলম্বোর পানাদুরায় ঘটনাটি ঘটেছে রবিবার ভোরের দিকে। স্থানীয় পুলিশের মুখপাত্র এসএসপি জালিয়া সেনারত্নে জানিয়েছেন, ওই ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় মেন্ডিসের এসইউভি গাড়িটি তাকে ধাক্কা মারলে মারাত্মকভাবে আহত হন। হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যেই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে মেন্ডিসকে। এ সময় মেন্ডিস আসক্ত ছিলেন কিনা সেটা জানতে হাজির করা হয়েছে চিকিৎসকের সামনে।
২৫ বছর বয়সী মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ৪৪টি টেস্ট ও ৭৬টি ওয়ানডে। করোনা পরবর্তী জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের সদস্য ছিলেন তিনি। ৪৪ টেস্টে তার রান ২ হাজার ৯৯৫। ওয়ানডেতে ৮৪.৭ গড়ে তুলেছেন ২ হাজার ১৬৭ রান। এছাড়া ২৬টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।১৮.৬ গড়ে তার রান ৪৮৪।