প্রিমিয়ার লিগে আবারও করোনা আক্রান্ত একজন

downloadচালুর হওয়ার পরেও করোনা মুক্ত থাকতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগ। নতুন পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে আরও একজন।

গত সপ্তাহে খেলোয়াড় ও স্টাফদের ওপর করানো হয় আরও এক রাউন্ড পরীক্ষা। মে থেকে শুরু হওয়া এই পরীক্ষায় এখন মোট আক্রান্ত পাওয়া গেলো ২০জন।  

করোনার কারণে ১০০ দিন বন্ধ থাকার পরই মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ। এক পর্যায়ে লিগ শুরু করা নিয়েই সংশয় ছিল। কিন্তু কঠোর স্বাস্থ্যবিধি প্রয়োগের শর্ত রেখেই পুনরায় লিগ মাঠে গড়িয়েছে। তাতে লিগ চ্যাম্পিয়নও পেয়েছে প্রিমিয়ার লিগ। এর ফলে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা ঘরে তুলেছে লিভারপুল।    

বিবৃতিতে জানানো হয়, ‘৬ জুলাই থেকে ১২ জুলাই স্টাফ ও খেলোয়াড় মিলিয়ে ২ হাজার ৭১জনের করোনা পরীক্ষা হয়েছে। সেখান থেকে পজিটিভ এসেছে একজন।’ অবশ্য কে আক্রান্ত হয়েছেন বা তিনি কোন ক্লাব সংশ্লিষ্ট, সেটি পরিষ্কার করে জানায়নি লিগ কর্তৃপক্ষ। মে থেকে এখন পর্যন্ত ১৩ রাউন্ড পরীক্ষা করা হয়েছে।