করোনা পরীক্ষা করিয়ে বাধা পার করলেন আমির

মোহাম্মদ আমির। করোনাকাল হওয়াতেই এমন বাধ্যবাধকতা। ইংল্যান্ড সফরে যেতে হলে আগে পিসিবির অধীনে দুইবার করোনা পরীক্ষা করাতে হবে যে কোনও পাকিস্তানি ক্রিকেটারকে। একই সঙ্গে ফল আসতে হবে-নেগেটিভ। অবশেষে দুই টেস্টে করোনা নেগেটিভ এসেছেন আমির। তাই বৃহস্পতিবার তাকে ইংল্যান্ড যেতে অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অথচ এই সফরে যাওয়ারই কথা ছিল না পাকিস্তানি এই পেসারের। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফরে যেতে আপত্তি জানিয়েছিলেন। তবে দিনক্ষণই ছিল এখানে মুখ্য বিষয়। শুরুতে সন্তান জন্মের সম্ভাব্য মাস ছিল আগস্ট। গত শুক্রবারেই দ্বিতীয় সন্তানের বাবা হওয়াতে মত পাল্টেছেন টেস্ট থেকে অবসর নেওয়া এই ক্রিকেটার। তার পরই তাকে সীমিত ওভারের সিরিজে যুক্ত করার সিদ্ধান্ত নেয় পিসিবি। যে কারণে তার করোনা পরীক্ষা করা হয়।

পিসিবি জানিয়েছে, ‘আমির ও স্টাফ মোহাম্মদ ইমরানকে এখন দ্রুত ইংল্যান্ডকে পাঠানোর ব্যবস্থা করা হবে। যাতে তারা ডার্বিশায়ারের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারে।’

আমির মূলত দলে ঢুকেছেন হারিস রউফের জায়গায়। তিনি এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ৫বার। এখন আছেন কোয়ারেন্টিনে!