আইসিসির র‌্যাঙ্কিংয়েও ব্রডের বড় লাফ

স্টুয়ার্ট ব্রড এখন টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের তিনেআইসিসির র‌্যাঙ্কিং পদ্ধতিটা এমন যে খেললে সেটি নড়াচড়া করে, না খেললে হয় স্থির থাকে নতুবা নিচের দিকে নামে। করোনাভাইরাসের কারণে নির্বাসনে যাওয়ার চার মাস পর ইংল্যান্ডে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড ও  ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের র‌্যাঙ্কিং ওঠা-নামা করেছে বেশি। আবার ৫ আগস্ট ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ শুরু করে সক্রিয়ভাবে র‌্যাঙ্কিং পদ্ধতিতে যুক্ত হবেন পাকিস্তানি ক্রিকেটাররাও।

মঙ্গলবার শেষ হওয়া ইংল্যান্ড-ওযেস্ট ইন্ডিজের পর আজ বুধবারই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এই র‌্যাঙ্কিং উজ্জ্বলতম খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে। বোলিংয়ে সাত ধাপ এগিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে নাম লিখিয়েছেন ৩৪ বয়সী পেসার। ৬৭ রানে ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডকে শেষ টেস্টে ২৬৯ রানে জিততে সাহায্য করে ২-১ ব্যবধানে সিরিজ জেতানো, টেস্ট ইতিহাসের সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া- র‌্যাঙ্কিংয়ে প্রত্যাশিত প্রতিফলনই পড়েছে। ২০১৬ সালের পর আবার তৃতীয় স্থানে এলেন আগে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইংলিশ পেসার।

সিরিজের তৃতীয় টেস্টে ৪৫ বলে ৬২ রান করে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও ঠিক সাত ধাপ উন্নতি ঘটিয়েছেন ব্রড। আর অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি ঘটিয়ে আছেন ১১তম স্থানে।

সেই মার্চ মাস থেকে কোভিড-১৯ মহামারি বাংলাদেশকে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। এ কারণে বাংলাদেশের ক্রিকেটারদের র‌্যাঙ্কিং বাড়ার সুযোগ তো নেই-ই, বরং কমছে। আবার জুয়াড়ির প্রস্তাব আইসিসির দুর্নীতিদমন বিভাগকে সময়মতো না জানানোর দায়ে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে থাকায় তার র‌্যাঙ্কিং রয়েছে স্থগিত। বাংলাদেশের মধ্যে একমাত্র সাকিবই অলরাউন্ডার ক্যাটেগরিতে টেস্ট ও ওয়ানডেতে শীর্ষ দশে থাকেন। সুতরাং সাকিবের না থাকা মানে বাংলাদেশের ক্রিকেটের জন্যই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দূরতর স্বপ্নের জায়গা। সাম্প্রতিক র‌্যাঙ্কিংও তাই দেখিয়েছে। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম আছেন র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বরে। দ্বিতীয় সেরা তামিম ইকবালের র‌্যাঙ্কিং ২৯, তৃতীয় সেরা টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন ৩৯ নম্বরে।

ব্রড সাত ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢোকায় বোলিং র‌্যাঙ্কি থেকে এক ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। মঙ্গলবার ৫ উইকেট শিকার করে আরেক ইংলিশ পেসার ক্রিস ওকস উঠে এসেছেন বোলিং র‌্যাঙ্কিংয়ে, ক্যারিয়ারে সর্বোচ্চ ৬৫৪ রেটিং পয়েন্ট অর্জন করে তিনি আছেন র‌্যাঙ্কিংয়ের ২০তম স্থানে।

ক্যারিয়ারে সবচেয়ে বড় লাফটি দিয়ে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ররি বার্নস ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের ১৭তম স্থানে উঠেছেন, আগে ছিলেন ৩০তম স্থানে।

তবে র‌্যাঙ্কিংয়ের কোনও শ্রেণিতেই শীর্ষস্থানের বদল হয়নি। টেস্টের ব্যাটিং-বোলিং ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন স্টিভ স্মিথ, প্যাট কামিন্স ও বেন স্টোকস।