করোনা মুক্ত জাভি

মেয়ের সঙ্গে জাভি। করোনায় আক্রান্ত হয়েছিলেন সাবেক বার্সেলোনা তারকা জাভি। অবশেষে করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। বাড়ি ফিরে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন কাতারের আল সাদের এই হেড কোচ।

কাতারের শীর্ষ লিগে রুটিন মাফিক করোনা পরীক্ষা করা হয় খেলোয়াড় ও স্টাফদের। সেখানেই ৪০ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার জানতে পারেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। যার ঘোষণা দিয়েছিলেন গত শনিবার। যদিও তার মধ্যে কোনও ধরনের জটিলতা ছিল না।

সুস্থ হওয়ার পর সেই খবরটি তিনি জানিয়েছেন ইন্সটাগ্রামে। নিজের কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট দিয়ে জাভি লিখেছেন, ‘এই কঠিন সময়ে যারা সমব্যথী হয়ে বার্তা দিয়েছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমি সবাইকে জানাতে চাই, আমি সুস্থ হয়ে গেছি। বাড়িতে পরিবারের সঙ্গে আছি, আল সাদের সঙ্গে কাজও শুরু করে দিয়েছি।’

উল্লেখ্য, ২৮ লাখ জনসংখ্যার ধনী দেশ কাতারে করোনায় আক্রান্তের হার প্রায় ৪ শতাংশ। এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ১৫৩জন আক্রান্ত হয়েছেন করোনায়। তবে মৃতের সংখ্যা খুবই কম-১৬৯।