করোনা কেড়ে নিলো ফুটবলার অরূপের বাবাকে

অরূপ বৈদ্য ও কনক বৈদ্য‘বাবাকে মনে হয় আর ধরে রাখতে পারছি না। ভেন্টিলেশনে আছেন, অবস্থা খুব খারাপ…’ রাতে কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লেন অরূপ বৈদ্য, ২০০৭ সাল থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা ডিফেন্ডার। ব্রাদার্স ইউনিয়ন দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা শুরু করে মুক্তিযোদ্ধা, আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী হয়ে গত মৌসুমে অরূপ আবার নাম লেখান ব্রাদার্সে।

শনিবার ভোর রাতে খবর এলো, অরূপের বাবা আর নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ২০ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হার মেনেছেন কনক বৈদ্য।

মৃত্যুকালে মাগুরার স্থানীয় এই আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া ব্যক্তিত্বের বয়স হয়েছিল ৬৫ বছর, রেখে গেছেন অরূপসহ দুই ছেলে ও স্ত্রীকে। করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর ১১ জুলাই তাকে নিয়ে আসা হয় ঢাকায়। ঢাকা থেকে ১ আগস্ট কনক বৈদ্য মাগুরায় নিজের বাড়িতে ফিরলেন বটে, আসলে ফিরলো তার মরদেহ। দুপুরে মরদেহের সৎকার হয়েছে মাগুরার কালিকাতলা মহাশ্মশানে।