কারস্টেনের ‘ক্লাস’ করলেন মুশফিক-তামিমরা

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন গ্যারি কারস্টেন।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন। তার সতীর্থ ও হেড কোচ রাসেল ডমিঙ্গোর অনুরোধেই এই লাইভ ক্লাসে অংশ নিয়েছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফরাও।

ভারতকে বিশ্বকাপ শিরোপা জেতানো এ কোচ বাংলাদেশের জাতীয় দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন এর আগে। ২০১৮ সালে একাধিক কোচিং স্টাফ নিয়োগে তিনি প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন। করোনাকালের সময়টাতে গত কয়েক মাস ধরেই কোচিং স্টাফরা ভিডিও কনফারেন্সে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এখন পর্যন্ত সাতটি কনফারেন্স হয়েছে কোচিং স্টাফদের। যেখানে হেড কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ ওটিস গিবসন উপস্থিত ছিলেন।

এবার চমক হিসেবে ভিডিও কনফারেন্সে ছিলেন গ্যারি কারস্টেন। বুধবার দুপুর একটায় কারস্টেনসহ অন্য কোচিং স্টাফরাও এই ভিডিও কনফারেন্সে ছিলেন। প্রায় ঘণ্টাখানেক ‘ক্লাস’ নিয়েছেন সাবেক প্রোটিয়া এই ক্রিকেটার।

কারস্টেনের ক্লাসে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি মুমিনুল হক, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, ইমরুল কায়েস, লিটন দাস, রুবেল হোসেন, সাব্বির রহমানরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি সাইফ হাসান, ইয়াসির আলী, এনামুল হক, আফিফ হোসেন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্তর মতো পুলভুক্ত ক্রিকেটারাও ছিলেন।

কারস্টেনের সঙ্গে ক্লাসের অভিজ্ঞতা বর্ণনা করে এনামুল হক বিজয় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ডমিঙ্গোর আগের একটা সেশনেও ছিলাম। এবার কারস্টেন যোগ দিয়েছেন। তার মতো কিংবদন্তি কোচ এসে কথা বলেছেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। ক্রিকেট বিষয়টাই এরকম যে, অভিজ্ঞতাগুলো শুনলেও আপনার উন্নতি হবে। এই সেশনগুলো এজন্য গুরুত্বপূর্ণ। ’

ভিডিও কনফারেন্সে কী আলোচনা হয়েছে সেটাও জানিয়েছেন এনামুল, ‘তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এতো বড় বড় খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন। আমরা কিছু প্রশ্ন করেছি। সেগুলোর উত্তর দিয়েছেন। আমরা হয়তো একটা পরিস্থিতি বলেছি, সেই পরিস্থিতিতে বড় খেলোয়াড় কে, কী করতো সেগুলো শেয়ার করেছেন। সেই সাথে তার খেলোয়াড়ি জীবনের স্মৃতিও ভাগাভাগি করেছেন। আমরা যেগুলো জিজ্ঞেস করেছি, সেগুলোর উত্তর দিয়েছেন ভালোভাবে।’

জাতীয় দলের পেসার রুবেল হোসেনও জানালেন একই কথা, ‘নিজের অভিজ্ঞতাটুকু আমাদের সঙ্গে ভাগাভাগি করেছেন। আমরা নানা রকম প্রশ্ন করেছি, উনি উত্তর দিয়েছেন।’