সিপিএল খেলা হচ্ছে না তিন আফগান ক্রিকেটারের

Photo Jacket 1_0করোনাকালে যে কোনও সফরের জন্য ভ্রমণের যাবতীয় ব্যবস্থা করতে পারাই এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কারণ আন্তর্জাতিক সীমান্তগুলোতে রয়েছে নানা বিধিনিষেধ। সেটা এখন টের পাচ্ছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার- কায়েস আহমেদ, রাহমানুল্লাহ গুরবাজ ও ১৫ বছর বয়সী চায়নাম্যান নুর আহমেদ। ভিসা জটিলতায় এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যেতে পারছেন না এই তিন আফগান ক্রিকেটার।

সিপিএলে এবার কায়েসের খেলার কথা ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে। গুরবাজ ও নুরের খেলার কথাছিল যথাক্রমে বারবাডোজ ট্রাইডেন্টস ও সেন্ট লুসিয়া জুকসে। 

কিন্তু সিপিএলে খেলতে হলে ১ আগস্টের মধ্যেই ক্যারিবিয়ানে থাকতে হতো তাদের। যেহেতু ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা আছে। সে জন্য প্রয়োজন ছিল যুক্তরাজ্যের ট্রানজিট ভিসা। কারণ লন্ডন থেকেই ক্যারিবিয়ানে বিশেষ ভাড়া করা বিমানে বাকিদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু করোনাকালে আন্তর্জাতিক ভ্রমণে নানা বিধিনিষেধ রয়েছে। এর পরেও তারা সেই ট্রানজিট ভিসার ব্যবস্থা করতে পারেনি।

সিপিএলের এক মুখপাত্র আফসোস করেই বলেছেন, ‘এটা খুবই লজ্জাজনক যে এ তিনজন টুর্নামেন্টে আসতে পারেনি। তবে এটা স্বীকার করতেই হচ্ছে, অন্যান্য বারের চেয়ে এবার ভ্রমণ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সীমান্ত বন্ধ থাকলেও সিপিএলের জন্য বিশেষ চার্টার বিমান প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।’

তিন আফগান ক্রিকেটার না পারলেও সিপিএল ঠিকই খেলতে যাচ্ছেন বাকি আফগান ক্রিকেটাররা। এরা হলেন- রশিদ খান, মোহাম্মদ নবি, জহির খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব উর রহমান ও নাভিন উল হক।