করোনা পরীক্ষা দিতে হবে হকি খেলোয়াড়দেরও

116795161_1098486540547896_1530797563652513984_nকরোনার কারণে অনেক দিন ধরেই হকি দলের অনুশীলন বন্ধ হয়ে আছে। বিশেষ করে অনূর্ধ্ব-২১ দলের। তবে খেলোয়াড়দের অনুশীলনে ফেরাতে চাইছে ফেডারেশন। আপাতত ২০ জন খেলোয়াড় নিয়ে আগামী ৯ আগস্ট থেকে ফিটনেস অনুশীলন শুরু করার কথা ভাবছে তারা।

এই অনুশীলন হবে বিমান বাহিনীর তত্ত্বাবধানে। তবে আবাসিক অনুশীলন শুরুর আগে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুরুতে তারা এক সপ্তাহের আইসোলেশন ক্যাম্পে থাকবেন। তারপর ফিটনেস ফিরে পেতে ঘাম ঝরাতে হবে।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে এই আবাসিক ক্যাম্পটা হতে যাচ্ছে বিমান বাহিনী প্রধানের ইচ্ছায়। বাহিনীগুলোতে যারা চাকরি করছে, তারা তো একভাবে ফিটনেস ঠিক রেখে চলেছে। কিন্তু এর বাইরে যারা আছে, যেমন ঢাকার বাইরে থাকে। তাদের তো তেমন অনুশীলনের সুযোগ নেই। তাই তাদের নিয়ে এক মাসব্যাপী ক্যাম্প হবে। আপাতত ফিটনেসের ওপর কাজ হবে। তারপর হয়তো বল নিয়ে অনুশীলন হতে পারে।’