বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। টেস্ট অধিনায়কত্বের অভিষেক ম্যাচে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। যা টেস্ট ক্রিকেটে আগে কখনও দেখা যায়নি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনেই টেস্ট নেতৃত্বের অভিষেকে রেকর্ড বুকে নাম উঠেছে তার। টেস্ট অধিনায়কত্বের প্রথম ম্যাচেই সর্বোচ্চ স্কোরের নজির গড়েন। গতকাল পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংকে। টেস্ট নেতৃত্বের অভিষেকে এতদিন সর্বোচ্চ ইনিংসটি ছিল কিউই এই ব্যাটারের। ১৯৬৯ সালে ভারতের বিপক্ষে ক্রাইস্টচার্চে ২৩৯ রান করেছিলেন তিনি।
মুল্ডার দ্বিতীয় দিন খেলতে নামেন ২৬৪ রানে। তার পর জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হওয়া অব্যাত রাখেন তিনি। প্রোটিয়া অধিনায়ক হিসেবে গ্রায়েম স্মিথের ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা সর্বোচ্চ ২৭৭ রানের স্কোরকেও পেছনে ফেলেন। তার পর তো ২৯৭ বলে পৌঁছান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। যা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির নজির। টেস্টের দ্রুততম ট্রিপল সেঞ্চুরিটি ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের। ২০০৮ সালে চেন্নাইয়ে প্রোটিয়াদের বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি।
মুল্ডার মাত্র দ্বিতীয় প্রোটিয়া ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। তার আগে ট্রিপল সেঞ্চুরি করেছেন হাশিম আমলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুল্ডারের ব্যাটে ভর করেই রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা ১১৩ ওভারে সংগ্রহ করেছে ৫ উইকেটে ৬১৯ রান। তখন মুল্ডারের স্কোর ছিল ৩৬৬*।