ইংল্যান্ডে যেতে শোয়েবের সামনে করোনা-বাধা

শোয়েব মালিক। টেস্ট সিরিজের পরই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি মিশন শুরু। পরিবারের সঙ্গে সময় কাটাবেন দেখে শুরুতে ইংল্যান্ডে যাননি টি-টোয়েন্টি স্পেশালিস্ট শোয়েব মালিক। বোর্ডও তাকে অনুমতি দিয়েছিল। এখন সাউদাম্পটনে দলে যোগ দিতে গেলেও তাকে অতিক্রম করতে হবে করোনা-বাধা। দুটি টেস্টে নেগেটিভ হলেই যেতে পারবেন ইংল্যান্ড।

পাকিস্তান-ইংল্যান্ডের মাঝে এখন চলছে টেস্ট সিরিজ। তার পরেই শুরু হবে টি-টোয়েন্টি। ২৮ আগস্ট থেকে ম্যানচেস্টারে জীবাণু সুরক্ষিত পরিবেশে সীমিত ওভারের সিরিজটি শুরু হবে। তাই ১৫ আগস্টই মালিককে ইংল্যান্ড পাঠাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘মালিককে ১৫ আগস্টেই সাউদাম্পটনে পাঠাতে চাইছে পিসিবি। তবে প্রোটোকল অনুসারে তাকে দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হবে।’

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২৮ আগস্ট, ৩০ আগস্ট দ্বিতীয় ও ১ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।