চেলসিকে বিদায় উইলিয়ানের

চেলসিকে বিদায় বলেছেন উইলিয়ান।

সাত বছর চেলসিতেই ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। নতুন করে চুক্তির কথা থাকলেও তা আর আগায়নি। রবিবার নিজেই জানিয়ে দিলেন, বিদায় নিচ্ছেন স্ট্যামফোর্ড ব্রিজ থেকে।

জানা গেছে, চেলসি থেকে তার পরের গন্তব্য আর্সেনাল। তিন বছরের চুক্তিতে সেখানে যেতে রাজি হয়েছেন।

তবে চেলসিতে কাটানো ৭ বছরকে তিনি বিশেষভাবেই তুলে ধরেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে, ‘সুন্দর সাতটি বছর এখানে কাটিয়েছি। ২০১৩ সালের আগস্টে যখন আমি প্রস্তাব পাই, তখনই বুঝতে পারি এখানেই আমাকে খেলতে হবে।’

আরও লিখেছেন, ‘আমি মাথা উঁচু করে এখান থেকে বিদায় নিচ্ছি। আরও ভেবে বিদায় নিচ্ছি যে এখানে আমি অনেক কিছুই জিতেছি, চেলসির হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

চেলসির হয়ে ৩৩৯ ম্যাচ খেলেছেন উইলিয়ান। এর মধ্যে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও ইউরোপা লিগ। এছাড়া ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন দুবার।   

উইলিয়ানের মতো চেলসি ছাড়ার ঘোষণা দিয়েছেন পেদ্রো। চার বছর ক্লাবটিতে থাকার পর এই উইঙ্গার যাচ্ছেন এসি রোমায়। এই গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারেই সেখানে যাচ্ছেন।