প্রত্যাশিত জয়ে শুরু জোকোভিচ-ওসাকার

প্রথম রাউন্ডে জয় পেয়েছেন জোকোভিচ।ইউএস ওপেনে প্রত্যাশিত জয়ই পেয়েছেন ফেবারিট নোভাক জোকোভিচ। ১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে প্রথম রাউন্ডে সরাসরি সেটে হারিয়েছেন দামির জুমহুরকে।

৩৩ বছর বয়সী সার্বিয়ানের সামনে সেভাবে বাধা হয়ে দাঁড়াতে পারেননি জুমহুর। প্রথম সেট জোকোভিচ ৬-১ গেমে জিতলেও দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন। তবে ৬-৪ গেমে জিতে নেন এই সেট। পরে শেষ সেটও তিনি জিতে নেন ৬-১ গেমে।

জোকোভিচের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন যারা সেই অ্যালেক্সান্ডার জেরেভ ও স্তেফানোস সিসিপাসও প্রথম রাউন্ডের বাধা উতরে গেছেন।

এদিকে মেয়েদের এককে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের টিনএজ তারকা কোকো গাউফ। দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়লেও তাকে ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে হারিয়েছেন ৩১তম বাছাই আনসতাসিজা সেভাসতোভা।

চোট আক্রান্ত নাওমি ওসাকা পরীক্ষার মুখোমুখি হলেও শেষ পর্যন্ত জয় নিয়ে কোর্ট ছেড়েছেন। প্রথম সেটে ৬-২ গেমে জয়ের পর স্বদেশি মিসাকি দোই ৫-৭ গেমে তাকে হারিয়ে দিয়েছিলেন। তবে বিপদ কাটিয়ে ওসাকা তৃতীয় সেট জিতে নেন ৬-২ গেমে।
ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে বাম হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সেই টুর্নামেন্টে আর ফাইনাল খেলেননি ২০১৮ সালের ইউএস ওপেন জয়ী ওসাকা। তবে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে কোনও ধরনের বর্ম পড়ে থাকতে দেখা যায়নি তাকে। যদিও চোট নিয়ে কিছুটা উদ্বেগের মাঝেই আছেন বলে জানিয়েছেন তিনি, ‘শারীরিকভাবে কিছুটা কষ্টতো হয়েছেই। একটা ধারণা ছিল চোটের বিষয়টা হয়তো দীর্ঘ হতে পারে। এখন দেখি কাল কী হয় এবং আমি কেমন বোধ করি।’

এছাড়া দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ক্যারোলিনা প্লিসকোভা ও ষষ্ঠ বাছাই পেত্রা কেভিতোভাও।