সেরেনা পারলেও, পারেননি ভেনাস

প্রথম রাউন্ড পার করেছেন সেরেনা। কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লামের রেকর্ডে ভাগ বসাতে শুভ সূচনা করেছেন সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনে স্বদেশি ক্রিস্টি অ্যানকে হারিয়ে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে।

সেরেনা ৭-৫, ৬-৩ গেমে জয় পেলেও মোমেন্টাম ফিরে পেতে তার কিছুটা সময় লেগেছিল। দ্বিতীয় সেটেই জিতেছেন টানা চার গেম। জয়ের পর ম্যাচ নিয়ে সন্তুষ্টি ঝরেছে তার কণ্ঠে, ‘আজকে প্রতিটি পয়েন্টের জন্য যেভাবে লড়েছি, তাতে আমি খুব আনন্দিত।’

সেরেনা জিতলেও হেরে গেছেন তার বোন ভেনাস উইলিয়ামস। চেক ২০তম বাছাই ক্যারোলিনা মুচোভার কাছে ৬-৩, ৭-৫ গেমে হেরেছেন তিনি। পেশাদার ক্যারিয়ারে এবারই প্রথম ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে তিনি বিদায় নিলেন। 

এদিকে এই বছরের শুরুতে অবসর ভেঙে পুনরায় টেনিসে ফেরার ঘোষণা দিয়েছিলেন সাবেক এক নম্বর কিম ক্লাইস্টার্স। কিন্তু গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তার অগ্রযাত্রা থেমে গেছে প্রথম রাউন্ডেই। রাশিয়ার একাতেরিনা অ্যালেক্সনদ্রোভার কাছে ৩-৬, ৭-৫, ৬-১ গেমে হেরে বিদায় নিয়েছেন তিনি। টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড পেয়ে অংশ নিয়েছিলেন তিনবারের ইউএস ওপেন জয়ী এই তারকা। এছাড়া ছেলেদের এককে পরের রাউন্ড নিশ্চিত করেছেন ডোমিনিক থিয়েম ও অ্যান্ডি মারে।