টটেনহামের লিগ কাপের ম্যাচে করোনার হানা

leyton-orient_5eguvbjsbyep15838w6y57zf0করোনার হানায় বিপদের মুখে পড়ে গেছে ইংলিশ লিগ কাপ। টটেনহামের মুখোমুখি হওয়ার কথা ছিল লিগ দুইয়ের দল লেইটন ওরিয়েন্টের। কিন্তু লেইটনের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে স্থগিত করা হয়েছে সেই ম্যাচ।

এই অবস্থায় দুই দলই আলোচনায় বসেছে আয়োজকদের সঙ্গে। স্পারদের ‘বাই’ দেওয়া হবে নাকি ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হবে এ বিষয়টি পরিষ্কার হয়নি এখনও।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আজকের লিগ কাপের লেইটন ওরিয়েন্ট ও টটেনহামের ম্যাচটি অনুষ্ঠিত হবে না। ম্যাচের বিস্তারিত নিয়ে আলোচনা চলছে। পরে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।’

ইএসপিএন জানিয়েছে, লেইটনের কমপক্ষে ১৫জন স্টাফ ও খেলোয়াড় করোনা পজিটিভ।

সাধারণত প্রিমিয়ার লিগের মতো লিগ কাপে করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। সেই কারণেই ম্যাচ হওয়ার আগে লেইটনের সবার করোনা পরীক্ষার উদ্যোগ নেয় টটেনহাম। কারণ মুখোমুখি হওয়ার আগে তারা নিশ্চিত হতে চেয়েছিল কোনও ধরনের ঝুঁকি রয়েছে কিনা। আর এই পরীক্ষার সব অর্থই ব্যয় করেছে স্পাররা।