বসুন্ধরা তাকে চায় কিন্তু বার্কোস সায় দেননি

বসুন্ধরার আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্কোস -সৌজন্য ছবিএএফসি কাপের জন্য বসুন্ধরা কিং আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনেছে লিওনেল মেসির একসময়ের সতীর্থ হার্নান বার্কোসকে। কিন্তু দীর্ঘদেহী এই ফুটবলার মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন। করোনার কারণে বাকি ম্যাচগুলো বাতিল হয়ে যায়। এখন আগামী ডিসেম্বর পর্যন্ত বার্কোসের সঙ্গে চুক্তি আছে। তবে নতুন মৌসুমের জন্যও আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করতে চাইছে বসুন্ধরা। কিন্তু বার্কোস এখনও প্রস্তাবে সায় দেননি।

এ মৌসুমের জন্য বার্কোসের পেছনে বসুন্ধরার ব্যয় হবে তিন কোটি টাকার মতো। নতুন মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতা ছাড়াও এএফসি কাপ আছে। তাই আগে-ভাগেই ক্লাবটি তার ব্যাপারে নিশ্চিত হতে চায়। কেননা তাদের আর তিন বিদেশির সঙ্গে এরই মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে। দুই ব্রাজিলিয়ান ও এক ইরানিয়ান। এখন বার্কোসের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হলেই বিদেশি কোটা পূরণ হয়।

এমনিতেই অবশ্য বার্কোসকে নিয়ে আশাবাদী বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। বাংলা ট্রিবিউনকে আগেই বলেছেন,‘বার্কোসের খেলা তো দর্শকরা সেভাবে দেখার সুযোগই পেলো না, মাত্র একটি ম্যাচ খেলেছে। আমরা আগামী মৌসুমের জন্য তার সঙ্গে কথা বলবো। ওরও আগ্রহ আছে। এখন দেখা যাক কী হয় সামনের দিকে।’

বার্কোসের স্ত্রী সন্তান-সম্ভবা। তাই আগামী মৌসুমের জন্য বাংলাদেশের ক্লাবে খেলবেন কি না তা নিয়ে একটু সংশয় আছে। ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বলেছেন,‘আমরা বার্কোসকে রাখতে চাই। তবে ওর স্ত্রী মনে হয় এখানে আগামী মৌসুমের জন্য থাকতে চাইছে না। যদিও বার্কোস এখনও আমাদের কিছু জানায়নি।’