‘বাই’ পেয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে টটেনহাম



skysports-tottenham-harry-kane_5107364এমন কিছু যে হতে যাচ্ছে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। ইংলিশ লিগ কাপে ‘বাই’পেয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে টটেনহাম। লেইটন ওরিয়েন্টের বেশ কয়েকজন খেলোয়াড় করোনা পজিটিভ হওয়াতেই নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে শেষ পর্যন্ত।

করোনা সংক্রমণের খবর জানিয়ে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই ম্যাচটি  স্থগিত ঘোষণা করা হয়েছিল।

সাধারণত প্রিমিয়ার লিগের মতো লিগ কাপে করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। সেই কারণে ম্যাচ হওয়ার আগে লেইটনের সবার করোনা পরীক্ষার উদ্যোগ নেয় টটেনহাম। স্পাররা নিশ্চিত হতে চেয়েছিল, কোনও ধরনের ঝুঁকি রয়েছে কিনা। আর এই পরীক্ষার সব অর্থই ব্যয় করেছিল স্পাররা।

সেই পরীক্ষার ফলাফলের পরেই আলোচনা চলছিল, ম্যাচটি পুনরায় হবে নাকি স্পারদের বাই দেওয়া হবে। কিন্তু ইংলিশ ফুটবল লিগ আইন মেনেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয়। একই কারণে শনিবার ওয়ালসালের বিপক্ষে ওরিয়েন্টের অপর ম্যাচটিও স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, ওরিয়েন্টের ১৭জন সদস্য করোনা পজিটিভ!  এই অবস্থায় স্পাররা মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে চেলসির।