জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারার প্রদত্ত ক্ষমতা বলে ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই অ্যাডহক কমিটি হয়েছে। সোমবার ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম স্বাক্ষরিত চিঠিতে প্রজ্ঞাপনের মাধ্যমে তা প্রকাশ হয়েছে।
২৭ সদস্যের কমিটিতে আরও জায়গা হয়েছে দুই সাবেক খেলোয়াড় নিখিল চন্দ্র ধর ও ওয়াহিদুজ্জামান রাজুর। নতুন কমিটিতে জায়গা পেয়ে রাজু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সবাই মিলে কাজ করলে ব্যাডমিন্টনকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’
প্রসঙ্গত, অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে।