জেনোয়ার ১৪ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় বাকিরাও বিপদে

i (4)সিরি আ’য় নতুন মৌসুম শুরুর পর মহা বিপদে পড়ে গেছে জেনোয়া। দলটির আরও ১২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলে মোট ১৪ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় শনিবার তাদের ম্যাচ মাঠে গড়ানো নিয়েই সংশয় দেখা দিয়েছে।

ধীরে ধীরে পুরো সপ্তাহ ধরেই করোনা সংক্রমণের খবর প্রকাশ করতে থাকে জেনোয়া। শুরুতে গোলকিপার মাত্তিয়া পেরিন ও মিডফিল্ডার ল্যাসে শুনা করোনা আক্রান্ত হয়েছিলেন। পরবর্তী পরীক্ষার পর দেখা গেছে পুরো দলের বাকি সদস্যদের মাঝেও এই ভাইরাস সংক্রমতি হয়েছে। স্টাফ ও দল মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪-তে।

শনিবার তোরিনোর বিপক্ষে ম্যাচ আছে জেনোয়ার। এই অবস্থায় তাদের এই ম্যাচ হবে কিনা, তা এখন নিশ্চিত নয়। এমনকি রবিবার তাদের বিপক্ষে খেলে সংক্রমণ ঝুঁকিতে পড়ে গেছে নাপোলিও। ওই ম্যাচে নাপোলি জিতেছে ৬-০ গোলে। কিন্তু জেনোয়ার করোনা সংক্রমণের খবরে এখন নাপোলির খেলোয়াড় ও স্টাফদেরও করোনা পরীক্ষা হবে। সামনেই তাদের মুখোমুখি হওয়ার কথা জুভেন্টাসের।