শুটিংয়ে কাজে নেমে গেছেন নতুন কোচ

বাকী-দিশাদের কোচ শিপলু (মাঝে)কয়েক দিন আগেই গঠিত হয়েছে শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি। সেই কমিটি দায়িত্ব পেয়েই নতুন উদ্যোমে কাজ শুরু করেছে। সবশেষ মঙ্গলবার কাজে নেমে গেছেন তাদের নিয়োগ দেওয়া নতুন কোচ রাইফেল ইভেন্টের কোচ গোলাম মহিউদ্দিন শিপলু।

গুলশান রেঞ্জে চলমান শুটিং ক্যাম্পটি হচ্ছে। ঝামেলা শেষে শুটাররা তাদের আগের অস্ত্র ফিরেও পেয়েছে। সবশেষ নিয়োগ পাওয়া কোচ শিপলু আবার সাবেক শুটার। আপাতত তার ক্যাম্পে চারজন রাইফেল শুটার রয়েছেন। আগামী বছর টোকিও অলিম্পিক ছাড়াও রয়েছে বিশ্বকাপের আসর। সেই লক্ষ্যেই শুটারদের অনুশীলন চলছে। শিপলু আগেও বাকী-দিশাদের কোচ ছিলেন। কোনো সময় বিদেশি কোচের সহকারী কিংবা মূল কোচ ছিলেন।

ফেডারেশন এতদিন বিদেশি কোচ আনতে চাইলেও করোনাভাইরাসের বাধায় বিষয়টা সময় সাপেক্ষ। তাই স্থানীয় কোচই এখন তাদের ভরসা।

বাকী-দিশাদের দায়িত্ব নিয়ে শিপলু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এমনিতেই আামাদের অনেক সময় নষ্ট হয়েছে। এখন শুটারদের ফিটনেস থেকে শুরু করে সব দিক নিয়ে কাজ করতে হবে। সামনে অলিম্পিক ছাড়াও বিশ্বকাপের আসর আছে। আশা করছি, আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে শুটাররা সেভাবে প্রস্তুত হতে পারবে।’