বার্সার ভালোর জন্যই ক্লাব ছাড়তে চেয়েছি: মেসি

বার্তোমেউ ও মেসি।বেশি দিন আগের কথা নয়। প্রাণের বার্সেলোনা ছেড়ে যেতেই মনস্থির করেছিলেন মেসি। এ নিয়ে অনেক জলঘোলা হলেও বার্সার প্রাণভোমরা পরে আর দল ছেড়ে যাননি। এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মেসি বলেছেন, যা করেছেন, সেটি বার্সার ভালোর জন্যই।

ক্লাবে থাকার ঘোষণা দেওয়ার পর এই প্রথম গণমাধ্যমে কথা বলেছেন মেসি। দিয়ারিও স্পোর্তকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অনেক মতানৈক্যের পর আমি ঘটে যাওয়া ঘটনাগুলোর ইতি টানতে চাই। বিরোধগুলো একপাশে রেখে এগিয়ে যেতে চাই।’

তার পরেই দল-বদলের ঘটনা নিয়ে তার বক্তব্য, ‘আমি যদি কোনও ভুল করেও থাকি, তার সব দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। তবে যা করেছি, তা বার্সেলোনাকে আরও শক্তিশালী ও ভালো করার জন্যেই।’

মেসি এসময় ভক্তদের কাছেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। নিজের কৃতকর্মের বিস্তারিত ব্যাখ্যায় তিনি আরও বলেছেন, ‘আমার কিছু বলাতে বা করাতে কোনও ভক্ত যদি ক্ষুব্ধ হয়ে থাকেন। তাহলে এ বিষয়ে কোনও সংশয় রাখা উচিত নয় যে, যা করতে চেয়েছি, তা ক্লাবের স্বার্থের কথা মাথায় রেখেই।’

চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পরই বার্সা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মেসি। তিনি মনে করেছিলেন, চুক্তির শর্ত অনুসারেই তিনি সেটি করতে পারবেন ফ্রি ট্রান্সফারে। কিন্তু বার্সা জানিয়ে দেয়, এখন যেতে চাইলে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো দিতেই হবে তাকে।

শেষ পর্যন্ত বিষয়টি আইনি লড়াইয়ের দিকে যাবে মনে হলেও ২০ বছর ধরে যে ক্লাবের সঙ্গে মেসির অস্তিত্ব মিশে আছে, সেই ক্লাব থেকে বিদায়টা তিক্ততায় ভরা হোক, এমনটি চাননি তিনি। ফলে চুক্তি মতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি।