চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ

শুরুর দিনেই আলো ছড়ানোর অপেক্ষায় তারা। বার্সেলোনা-ফেরেংকভারোস, পিএসজি-ম্যানইউ, ডায়নামো কিয়েভ-জুভেন্টাস, চেলসি-সেভিয়া; দলগুলোর নামগুলোই বলে দিচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুটা হতে যাচ্ছে আগুনে সব লড়াই দিয়ে। মঙ্গলবার উদ্বোধনী দিনেই আলো ছড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন নেইমার, মেসি, আন্দ্রেয়া পিরলো।

প্রশ্ন থাকতেই পারে মেসি-নেইমার ঠিক আছে। কিন্তু রোনালদোর জায়গায় পিরলো আসলো কোথা থেকে? এর যোগসূত্র অবশ্য খুব পুরনো। করোনা আক্রান্ত হওয়ায় জুভেন্টাসের হয়ে আজ মাঠে নামা হবে না পর্তুগিজ তারকার। তবে জুভেন্টাস কোচ পিরলোর জন্য এই লড়াইটা অন্যরকম অনুভূতির। চ্যাম্পিয়নস লিগে তার অভিষেক ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন সাবেক কোচ মিরসেয়া লুসেস্কুকে। হ্যাঁ, এই সেই লুসেস্কু, যার কল্যাণে ২৫ বছর আগে সিরি আ’য় অভিষেক হয়েছিল ১৬ বছর বয়সী পিরলোর। তাই ডায়নামো কিয়েভের বিপক্ষে কেমন করে তার দল, সেটি দেখতে মুখিয়ে থাকবেন ভক্তরা। মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল। সম্প্রচার করবে সনি টেন-২।

একই দিন মাঠে নামবে রোনালদোদের ‘এফ’ গ্রুপের সঙ্গী বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ ২৫ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফেরা হাঙ্গেরির দল ফেরেংকভারোস। রোনালদো না থাকায় মেসির সামনে সুর্বণ সুযোগ দুজনের ব্যবধানটা আরও কমানোর। চ্যাম্পিয়নস লিগে সর্বকালের সর্বাধিক গোলের তালিকায় রোনালদোর চেয়ে ১৫ গোল পিছিয়ে আছেন আর্জেন্টাইন সুপার স্টার। মঙ্গলবার দিবাগত রাত ১টায় ম্যাচটি দেখাবে সনি টেন-১।

একই রাতে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করবে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। যাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। গতবারের রানার্স আপ পিএসজি অবশ্য প্রথম দিনেই প্রতিশোধের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ২০১৮-২০১৯ মৌসুমে শেষ ষোলোতে তাদের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছিল রেড ডেভিলরা। ঘরের মাঠে পিএসজির কাছে ২-০ গোলে হারলেও প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতে অ্যাওয়ে গোলের সুবিধায় নিশ্চিত করেছিল পরের রাউন্ড। চোটের কারণে ওই রাউন্ডের দুটি লেগই সাইড লাইনে বসে দেখতে হয়েছিল নেইমারকে। তাই ব্রাজিলীয় তারকা সেই হারের প্রতিশোধ ঠিকই নিতে চাইবেন আজ। রাত ১টায় ম্যাচটি দেখাবে সনি টেন-২।

এছাড়া একই রাতে মুখোমুখি হবে লাৎসিও-বরুশিয়া ও চেলসি-সেভিয়াও। দুটি ম্যাচই শুরু হবে দিবাগত রাত ১টায়।