প্রথম কোভিড-১৯ বদলি বেন লিস্টার

বেন লিস্টারকরোনাকালে টেস্ট ও বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতার জন্য কোভিড-১৯ বদলির অনুমোদন দিয়ে রেখেছিল আইসিসি। নিয়ম চালুর পর এর ঐতিহাসিক প্রয়োগও দেখা গেলো প্রথমবার। নিউজিল্যান্ডের ঘরোয়া চার দিনের টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ‘প্রথম কোভিড বদলি ক্রিকেটার’ হিসেবে খেলেছেন বেন লিস্টার।

সোমবার অকল্যান্ডের ব্যাটসম্যান মার্ক চাপম্যান অসুস্থ হয়ে পড়েন। করোনা পরীক্ষার জন্য তাকে পাঠানো হলে ওটাগোর বিপক্ষে ম্যাচের আগে কোভিড-১৯ বদলি হিসেবে নামানো হয় বোলার বেন লিস্টারকে। চাপম্যানের ফলাফল অবশ্য এখনও জানা যায়নি।

প্লাঙ্কেট শিল্ডের প্রথম রাউন্ডের দুটি ম্যাচের একদিন বাদেই অনুষ্ঠিত হয় অকল্যান্ডের ওই ম্যাচ। তাই ম্যাচ পরবর্তী সময়ের বদলে টসের পূর্বেই এই বদলির সিদ্ধান্তটি নেওয়া হয়।

বদলি হিসেবে নেমে অকল্যান্ডের মৌসুমের প্রথম উইকেটটি তুলে নেন লিস্টার। কটবিহাইন্ড করেন ক্যাম হকিন্সকে। ১২ ওভার বল করে তিনি ৪০ রান দিয়ে নিয়েছেন একটি উইকেটই। ওটাগো অলআউট হয়ে ১৮৬ রানে। ৩৩ রানে ৬ উইকেট পতনের পর তাদের ইনিংস পাল্টায় মাইকেল রিপ্পনের লড়াকু সেঞ্চুরিতে।