দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা

ডিয়েগো ম্যারাডোনা।মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন ডিয়েগো ম্যারাডোনা। তার পরেও বয়স ৬০ হওয়াতে ও নানা জটিলতা থাকায় কিছুটা শঙ্কা থাকেই। কিন্তু ১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই তারকার রিকোভারি প্রসেসে বয়স কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তার দ্রুত সুস্থ হয়ে ওঠার লক্ষ্ণণ দেখে যারপরনাই বিস্মিত তার চিকিৎসক লিওপোল্ডো লুকেও।

লুকে নিউরোসার্জন হলেও ফুটবলের প্রতি গভীর টান তার। যেটা এতই গভীর ছিল যে ছোটবেলায় তিনি ফুটবলারই হতে চাইতেন। তাই প্রিয় তারকার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা উদ্বেগ ছিল তার নিজেরও। তবে তিনি আশ্বস্ত করেছেন মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণের পর এখন আর কোনও জটিলতা সেখানে নেই। লুকে বলেছেন, ‘ডিয়েগো এখন হাসি-ঠাট্টা করছেন, মজা করছেন। সত্যি-ই তার এমন রুপ দেখে আমি খুবই আনন্দিত।’

একই সুরে কথা বলেছেন ম্যারাডোনার আইনজীবীও। কারণ আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে গুজবও ছড়িয়েছে যে, আরোগ্য হতে তিনি কিউবা অথবা ভেনেজুয়েলায় যাচ্ছেন। তার আইনজীবী মাতিয়াস মোরলা অবশ্য উড়িয়ে দিয়েছেন সেসব, ‘ম্যারাডোনা শারীরিক অবস্থা চমৎকার। সর্বশেষ যে রিপোর্ট দেখেছি, তাতে কোনও সমস্যা নেই। এখন আমাদের একটাই চাওয়া, শক্ত থাকতে হবে। আমরা অবশ্যই এই অবস্থা কাটিয়ে উঠবো।’

ম্যারাডোনা সোমবার প্রথমে ভর্তি হয়েছিলেন লা প্লাতার ইপেনসা ক্লিনিকে। তখন তার মাঝে রক্তশূন্যতা, পানিশূন্যতা, অবসাদের শারীরিক জটিলতাগুলো ছিল। পরে মঙ্গলবার এমআরআই করালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। এর পরেই করাতে হয় অস্ত্রোপচার।

ম্যারাডোনার অসুস্থতার খবরে অনেক ভক্ত ভিড় জমিয়েছিলেন বুয়েন্স এইরেসের অলিভোস ক্লিনিকে। যেখানে ম্যারাডোনা এখন ভর্তি আছেন।