এটিপি ফাইনালসের শিরোপা জিতলেন মেদভেদেভ

এটিপি ফাইনালসের শিরোপা মেদভেদেভের।এটিপি ফাইনালসের দুই ফেভারিট ছিলেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। কিন্তু দুজনেই বিদায় নিয়েছেন শেষ চারে। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্ষেপ রাফায়েল নাদালেরই। কারণ এবারও শিরোপা অধরাই থাকলো এই স্প্যানিয়ার্ডের। তাদের বিদায় করে ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দানিল মেদভেদেভ ও ডমিনিক থিয়েম। তুমুল প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়ে বছর শেষের টুর্নামেন্টে শিরোপা জিতেছেন দানিল মেদভেদেভ।

শুরুতে ৪-৬ গেমে হেরে পিছিয়ে গিয়েছিলেন মেদভেদেভ। পরে অবশ্য র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর থিয়েমের বিপক্ষে তুমুল লড়াইয়ের জন্ম দিয়ে ঘুরে দাঁড়ান। পরের সেট জেতেন ৭-৬ (৭-২) গেমে। তৃতীয় সেট ৬-৪ গেমে জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা নিশ্চিত করেছেন এই রাশিয়ান। এই জয়ের পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বরে থেকে শেষ করবেন মেদভেদেভ।

এই শিরোপা জিতে টেনিস কোর্টে নিজের আধিপত্যেরও জানান দিচ্ছেন ২৪ বছর বয়সী এই তারকা। ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের ১০ জনের কোন খেলোয়াড়কে হারাতে পারেননি। অথচ এই চার সপ্তাহে হারিয়েছেন ৭ জনকে!

আর বছর শেষের ইভেন্টে মেদভেদেভই একমাত্র খেলোয়াড় যিনি শীর্ষ র‌্যাঙ্কিংধারী তিন খেলোয়াড়কে হারিয়েছেন। ফাইনালের আগে হারিয়েছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচকেও!