ইয়ো ইয়ো টেস্ট দিলেন জামাল ভূঁইয়ারা

ফুটবলাররা জিমে। সোমবার, দোহায় -বাফুফেকাতারের দোহায় টানা দ্বিতীয় দিনের মতো মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে এ দিন মাঠের অনুশীলন ছাড়াও ফিটনেস নিয়ে কাজ করতে হয়েছে জামাল-সুফিলদের। তাদের ফিটনেস কোন পর্যায়ে আছে, সে সম্পর্কে ধারণা পেতে এবার ইয়ো ইয়ো টেস্ট হয়েছে। টেস্টের ফল নিয়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট দলের ফিটনেস কোচ ইভান রাজলক।

খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কে ধারণা পেতেই বিপ টেস্ট থেকে ইয়ো ইয়ো টেস্টের দিকে গেছে কোচিং স্টাফরা। সোমবার টেস্টের পর রাজলক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এর আগে আমরা বিপ টেস্ট করাতাম। তার চেয়ে এটা আরও নির্ভরযোগ্য। আজ যে উপাত্ত (ডেটা) দেখেছি তাতে খেলোয়াড়েরা যে অবস্থায় আছে তাতে আমি খুশি। কতটা উন্নতি প্রয়োজন  তা নিয়ে এখন কোচের সঙ্গে কথা বলবো। সে অনুযায়ী আগামীতে আমাদের অনুশীলন সেশনগুলো হবে। আশা করছি চারদিনের মধ্যে ছেলেরা খুব ভালো অবস্থায় থাকবে।’

বিপ টেস্ট ও ইয়ো ইয়ো টেস্টের মধ্যে বড় কোনও পার্থক্য নেই। বিপ টেস্টে বিভিন্ন ধাপে টানা দৌড়াতে হয়। ইয়ো ইয়ো টেস্টে দৌড়ানোর সময় বিভিন্ন ধাপের মধ্যে ৫-১০ সেকেন্ড বিরতি নেওয়ার সুযোগ থাকে। ইয়ো ইয়ো টেস্ট করে দলের তরুণ স্ট্রাইকার সুমন রেজা বলেছেন, ‘দ্বিতীয় দিনে আমরা ইয়ো ইয়ো টেস্ট দিয়েছি। সবাই মোটামুটি ভালো করছি। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। গেমও খেলেছি নিজেদের মধ্যে। আশা করছি ম্যাচের আগে ফিট হতে পারবো।’